শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

রমজানে আমি শুটিং করি না: প্রিয়াঙ্কা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

রমজানে আমি শুটিং করি না: প্রিয়াঙ্কা 

দেড় দশকের ক্যারিয়ার প্রিয়াঙ্কা জামানের। নাটক, সিনেমা দুই অঙ্গনেই কাজ করেছেন। তবে সফলতা এখনও অধরা। তবুও হাল ছাড়েননি। কাজ করে যাচ্ছেন। তবে রোজার মাসে কোনো শুটিং করবেন না এ অভিনেত্রী।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে প্রিয়াঙ্কা বলেন, ‘রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব। বাসায় আব্বু-আম্মুকে সময় দেব। নিজেকে সময় দেব।’


বিজ্ঞাপন


অভিনেত্রী আরও বলেন, ‘এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই। আর ইবাদত করি। ইবাদতে মশগুল থাকি।’

এই মুহূর্তে হাতে বেশকিছু নাটকের কাজ আছে প্রিয়াঙ্কার। এগুলো হলো ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’, ‘ভাইরাল গ্রাম’। এরমধ্যে ‘ভাইরাল গ্রাম’নাটকটি ধারাবাহিক। এটি নির্মাণ করেছেন মারুফ আহমেদ রিজভী খান। 

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর