বাংলা সংগীতের যুবরাজ অসিফ দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। দেশের গণ্ডি পেরিয়ে পরিচিতি পেয়েছেন বিশ্ব মঞ্চেও। গানে অনিয়মিত হলেও সামজিক যোগাযোগমাধ্যমে সরব জনপ্রিয় এ শিল্পী। এবার কন্যা সন্তান নিয়ে নিজের অভিমত ব্যক্ত করলেন। তিনি মনে করছেন মেয়ের বাবা হতে পারা এক জীবনের পূর্ণতা।
নিজের ফেসবুকে কন্যাকে নিয়ে আসিফ লিখেছেন, ‘আমি বিশ্বাস করি মেয়ের বাবা হতে পারা এক জীবনের পূর্ণতা।’
বিজ্ঞাপন
মেয়ে সন্তানের প্রতি বাবার ভালবাসা জানিয়ে তিনি লিখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক ভালোবাসা কন্যা সন্তান। স্বয়ং আল্লাহ কন্যা সন্তান দান করে খুশী হন। ৩৪ মাস বয়সী মেয়ে আমার, জীবনের মোড় ঘুরিয়ে দেয়া নীহারিকার মত এক ধূমকেতু আইদাহ্ আসিফ রঙ্গন।
নিজের মেয়েকে ফুলের সাথে তুলনা করে গায়ক লিখেছেন, কন্যা সন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল। রঙ্গন সবসময়ই আমার প্রিয় ফুল। এ জন্যই ওর মা মেয়ের নাম রেখেছে রঙ্গন। ফুলেদের আলতো আদরেই রাখতে হয়। পুরুষের জীবনে নারী কন্যা- প্রেমিকা/ জায়া- জননী রুপে বারবার ফিরে আসবেই। আমার মেয়ে আইদাহ্ এর ব্যতিক্রম নয়, সে এক অদ্ভূত মায়া!! ভালবাসা অবিরাম।
আফিস আরও বলেন, ‘শৈশবে অন্যের বাগানের ফুল চুরি করে স্কুলের ম্যামদের উপহার দিতাম। যদিও ভোরের কুয়াশাভেজা তরতাজা ফুলগুলো ছিড়তে খারাপ লাগত! সেই ভোরেই আবার পূজারী আন্টিদেরও শিউলী আর জবা ফুলের যোগান দিতে পেরে খুব খুশী হতেন।’
ভালবাসার টানে ক্রিকেট ম্যাচ শেষে সিলেট থেকে কুমিল্লায় চলে এসেছিলেন জনপ্রিয় এই গায়ক। প্রচন্ড শীতে গভীর রাতে হাতেই ছিলো প্রিয়জনের জন্য নেওয়া ফুল। এখন ফুল দেখলে আলতো করে হাত বুলিয়ে দেন। তবে, কাউকে উপহার দেওয়া হয় না।
বিজ্ঞাপন
ইএইচ/আরআর