শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

সয়াবিন তেলের সংকট, ওমর সানী বললেন গণপিটুনি দিতে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

সয়াবিন তেলের সংকট, ওমর সানী বললেন গণপিটুনি দিতে 

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট নিয়মিত ওমর সানী। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার কথা বললেন সয়াবিন তেলের সংকট নিয়ে।

বেশ কিছুদিন ধরে বাজারে সয়াবিন তেলের সংকট। অনেকের মতে সিন্ডিকেটের কারসাজি এটি। মূল্যবৃদ্ধিতে কৃত্রিম এ সংকট তৈরি করা হয়েছে। এ নিয়েই বেশ বিরক্ত সানী। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তা। 


বিজ্ঞাপন


আজ রোববার নিজের ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। এখনও আপনি গো হারামিপনা কমে নাই!’ 

এর সিন্ডিকেটের ওপর ক্ষোভ ঝেড়ে নায়ক লিখেছেন, ‘এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নেই।’

সবশেষে সতর্ক করে অভিনেতা লেখেন, ‘এগুলো করবেন না, দেখবেন কয়দিন পরে লিভার নাই কিডনি নাই ক্যানসার বউ নাই বাচ্চা নাই।’

এদিকে সানীর সঙ্গে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। সিন্ডিকেট নিয়ে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘হোক প্রতিবাদসহ গণ ধোলাই; যেন এই রমজান উপলক্ষে দেশের সমস্ত সিন্ডিকেট ভেঙ্গে চুরমার হয়ে যায়।’ অন্য একজন লিখেছেন, ‘আল্লাহর লানত এদের ওপর।’ তবে সেসবের কোনো জবাব দেননি নায়ক। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর