শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

প্রকাশ পেল স্বরলিপির ‘একুশের গান’ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

প্রকাশ পেল স্বরলিপির ‘একুশের গান’ 

সুকণ্ঠী গায়িকা তানজিনা করিম স্বরলিপি গান করেন বেছে। কানের পাশাপাশি মনও ছুঁয়ে দেয় সেসব কাজ। তারই ধারাবাহিকতায় এবার স্বরলিপি গাইলেন ‘একুশের গান’ শিরোনামের একটি গান।

গানটির কথা লিখেছেন এনামুল কবির সুজন। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। ফেব্রুয়ারির শেষ দিন (২৮ ফেব্রুয়ারি) গানটি রূপকথা মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।


বিজ্ঞাপন


গানটি নিয়ে স্বরলিপি বলেন, ‘সুজন ভাইয়ের লেখা ও সুমন দার সুর সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে গানটিতে। ফলে আমার গাইতেও ভালো লেগেছে। তাছাড়া দেশ, ভাষার সঙ্গে যুক্ত গানগুলো গাওয়ার দায়বদ্ধতা থেকেও গানটি কণ্ঠে তুলেছি।’

সুমন কল্যাণ বলেন, ‘স্বরলিপি পরিচ্ছন্ন কণ্ঠের অধিকারী। আমাদের ইন্ডাস্ট্রিতে যারা শিখে গান করছেন তাদের একজন সে। আশা করি তার কণ্ঠে একুশের গান শ্রোতাদের ভালো লাগবে।’

এনামুল কবির সুজন বলেন, ‘একজন সৃষ্টিশীল মানুষের দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা অন্যদের চেয়ে তুলনামূলকভাবে বেশি। ওই জায়গা দেশ ও ভাষার গান করা। নিজেদের সবটুকু চেষ্টা দিয়ে গানটি করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের স্বার্থকতা।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর