বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

নিজ বাড়ি থেকে ‘সুপারম্যানে’র অভিনেতার মরদেহ উদ্ধার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

নিজ বাড়ি থেকে ‘সুপারম্যানে’র অভিনেতার মরদেহ উদ্ধার 

বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সুপারম্যান সিনেমার অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের মরদেহ। পাশেই ছিল তার স্ত্রী জনপ্রিয় পিয়ানোবাদক বেৎসি আরাকাওয়ার নিথর দেহ। মেক্সিকোর সান্তা ফে’র বাড়ি থেকে সপরিবারে অভিনেতার মরদেহ উদ্ধারের খবর এরইমধ্যে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। 

সান্তা ফে’র পুলিশের তরফে জানানো হয়েছে, “প্রাথমিক পর্যবেক্ষণে মনে হয়নি যে, জিন হ্যাকম্যান এবং বেৎসি আরাকাওয়ার মৃত্যু অস্বাভাবিক কিংবা জনপ্রিয় হলিউডের তারকাদম্পতির মৃত্যুর নেপথ্যে অন্য কারও হাত রয়েছে। যদিও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সেটা বোঝা যাবে। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাবে।” 
১৯৭৮ সালে সুপারম্যান ছবির ভিলেন লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করে ডিসি কমিকস ফ্যানদের নজর কেড়েছিলেন হ্যাকম্যান। 


বিজ্ঞাপন


এদিকে জিন হ্যাকম্যানের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। অনুরাগী ও শুভানুধ্যায়ীদের অনেকেই সদামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন শোক।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর