‘দাবাং’কন্যা খ্যাত সোনাক্ষী সিনহা পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও থাকেন আলোচনায়। সামাজিক মাধ্যমে প্রকাশ করা বিভিন্ন ভিডিওতেও তা দেখা যায়। তবে এমন এক কাজ রয়েছে যা ভারতে কখনও করেন না শত্রুঘ্নকন্যা। দেশের বাইরে গেলে মন খুলে কাজটি করেন।
সম্প্রতি হটারফ্লাইকে সাক্ষাৎকার দিয়েছেন সোনাক্ষী সিনহা। বেশ খোলামেলা ছিল সে আলোচনা। সেখানেই অভিনেত্রী জানান ভারতের বাইরে গেলে মন ভরে সাঁতার কাটেন তিনি।
বিজ্ঞাপন
সোনাক্ষীকে প্রশ্ন করা হয়, সাঁতারের পোশাকে নিজের শরীর নিয়ে তিনি কখনও সচেতন হয়েছেন কিনা। এর উত্তরে অভিনেত্রী বলেন, এটা সবসময়ই হয়ে থাকে। বিশেষ করে বড় হয়ে ওঠার সময়। আমি ভারতে থাকাকালীন সুইমিং করতে পারি না।এর কারণ, আমি জানি না কে আসবে, কোথা থেকে আমার ছবি তুলবে এবং আমি চাই না সেই সব ছবি ইন্টারনেটে ভাইরাল হোক। যখনই আমি ভারতের বাইরে যাই, আমি সেখানে প্রাণভরে সাঁতার কাটি, অনেকটা সময় জলে কাটাই।
অভিনেত্রী শরীরচর্চা নিয়েও কথা বলেছেন। তার ভাষ্য, ১৮ বছর বয়সে কলেজে পড়ার সময় আমি প্রথম জিমে যাওয়া শুরু করি। আমি জিমে গিয়ে ট্রেডমিলে দৌড়ানোর চেষ্টা করেছিলাম এবং ৩০ সেকেন্ড দৌড়ানোর পরে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম! তখনই আমি বুঝতে পারি যে আমি এইসবের জন্য খুব ছোট। ১৮ বছর বয়সে আমি নিজের সঙ্গে এসব করতে পারি না। তারপর আমি অপেক্ষা করি সঠিক সময়ের জন্য।
বিয়ের বছর ঘোরেনি সোনাক্ষী সিনহার। স্বামী জাহির ইকবালের সঙ্গে জমিয়ে সময় কাটাচ্ছেন। সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিও ও ছবি দেখেই বোঝা যায়।