মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাগদানের পর অন্য নারীতে মজেছিলেন, সুনীতাকে বিয়েতে মত ছিল না গোবিন্দের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০ পিএম

শেয়ার করুন:

loading/img

বলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত গোবিন্দ-সুনীতার ঘরে অসুখ বাসা বেঁধেছে। সে অসুখে হাড় জিরজিরে সংসার। সম্প্রতি তা ফাঁস করেছেন অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা। পরকীয়ার অভিযোগ এনেছেন নায়কের বিরুদ্ধে।

গুঞ্জন চলছে, অর্ধেক বয়সী মারাঠি এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন গোবিন্দ। তার সঙ্গেই খাচ্ছেন ডুবে ডুবে জল। গুঞ্জন, সেই জলেই টালমাটাল নায়কের সংসার। এবার সামনে এলো এক নতুন তথ্য। সুনীতাকে বিয়ে করতেই রাজি ছিলেন না গোবিন্দ। 


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৬ সালের ঘটনা। সেসময় মুক্তি পায় অভিনেতার প্রথম ছবি ‘লাভ ৮৬’। সেই ছবিতে অভিনেত্রী নীলমের সঙ্গে গোবিন্দর কেমিস্ট্রি মন জিতেছিল সবার।

রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও নীলমে ঝুঁকেছিলেন তিনি। কিন্তু ততদিনে সুনীতার সঙ্গে বাগদান শেষ তার। কিন্তু নীলমের প্রেমে এতটাই পাগল ছিলেন যে সুনীতাকে বিয়ে করতে অস্বীকার করেছিলেন। পরে বিষয়টি স্বীকার করেছিলেন গোবিন্দ। 

তবে এসবের কিছুই জানতেন না নীলম। গোবিন্দ তাকে নিয়ে মনে মনে মনকলা খাচ্ছিলেন। নীলমকে নিয়ে এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেছিলেন, ”আমরা একসঙ্গে অনেক ছবি করেছি। প্রায়ই আমাদের দেখা হতো। যত তাকে চিনেছি, ততই পছন্দ করতে শুরু করেছি। উনি এমন এক নারী যাকে যে কোনো পুরুষ হৃদয় দিতে ব্যাকুল হয়ে পড়বে।”

নীলমে পাগল গোবিন্দ সুনীতার সঙ্গে বিয়ে ভেঙে দিতে তুখোড় ঝগড়া করেছিলেন। দুজনের মুখ দেখা বন্ধ ছিল দিন পাঁচেকের জন্য। যদিও অবশেষে গাঁটছড়া বাঁধেন তারা। ৩৭ বছর পর সেই গিট নড়বড়ে হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub