শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘পাঠান ২’র চিত্রনাট্য প্রস্তুত, কবে শুরু শুটিং? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

শাহরুখ খানের ক্যারিয়ার বদলে দেওয়া সিনেমা ‘পাঠান’। এই ছবি দিয়েই ফেরার গল্প লিখেছিলেন কিং খান। হাজার কোটি রুপি এনে দিয়েছিল। এবার সে ছবির সিক্যুয়েল আনছেন শাহেনশাহ। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিত্রনাট্যের ‘ফাইনাল’ খসড়া তৈরি করেছেন আদিত্য চোপড়া। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই ছবিটি ফ্লোরে যাওয়ার কথা। এক বিনোদন ওয়েবসাইটের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।


বিজ্ঞাপন


জানা গেছে, পরিচালক আদিত্য চোপড়া ‘পাঠান ২’র চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন ২০২৩-এর মাঝামাঝি থেকে। দেড় বছর লেগেছে স্ক্রিপ্টের কাজ শেষ হতে। দেরির কারণ হিসেবে সূত্রের দাবি, সিক্যুয়েলটিকে নিছকই একটি সিক্যুয়েল মাত্র হিসেবে দেখতে চাননি যশ চোপড়ার পুত্র। তার লক্ষ্যই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও রঙিন করে তোলা। 

প্রথমে শোনা গিয়েছিল যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি যিনি লিখেছিলেন, সেই আব্বাস দ্বিতীয় ছবির গল্পও লিখেছেন। কিন্তু পরে জানা যায়, আদিত্য চোপড়া নিজে কাজ করছেন ছবিটি নিয়ে। তিনি চান, প্রথম ছবিটিকেও টেক্কা দিতে। তাই সময় নিয়ে নানা দিক বিবেচনা করে তৈরি করেছেন চিত্রনাট্য।

এদিকে ‘পাঠান ২’-এর কে হবেন পরিচালক? প্রশ্নটি কোটি টাকার। আপাতত দুটি নাম সামনে এসেছে। একজন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখোপাধ্যায়। অন্যজন আদিত্য। কার কাঁধে ভার পড়বে সময় বলে দেবে। জানা গেছে, ২০২৬ সালে ছবিটির ক্যামেরা লাইট জ্বলে ওঠার কথা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন