রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন 

আদনান আল রাজীবের সঙ্গে এক যুগ ডুবে ডুবে জল খেয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মেহজাবীন চৌধুরী। আজ ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মুখ খুললেন তিনি। বিয়ের ছবি প্রকাশের পাশাপাশি জানালেন প্রথম দেখায় আদনানের প্রেমে পড়েছিলেন তিনি। 

481734895_18490940269010426_3355607193200472365_n


বিজ্ঞাপন


আজ সোমবার নিজের বিয়ের ছবি প্রকাশ করে মেহজাবীন নিজের ফেসবুকে লিখেছেন, ২০১২ সালের ৯ এপ্রিল— বাঁকা দাঁত ও সুন্দর হাসিমুখের এক ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি তখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে। সে রাস্তা থেকে আমাকে হাত নেড়েছিল। 

481581695_18490940278010426_4027495167255782028_n

এরপর লেখেন, মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম আমরা। হাত মিলিয়েছিলাম। ছেলেটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম  আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি অংশ তার সাথে চলে গেছে। তৎক্ষণাৎ জানতাম - এই ছিল। 

481792258_18490940287010426_4190694835520848783_n


বিজ্ঞাপন


মেহজাবীন যোগ করেন, ১৩ বছর পরে আমরা এখানে দাঁড়িয়ে, একসাথে বেড়ে উঠছি, প্রতিটি উত্থান পতন একসঙ্গে পাড়ি দিয়েছি। তারা বলে যে সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়। আমরা এটি প্রায় দ্বিগুণ করেছি।

এরপর লিখেছেন, ২০২৫-এর ১৪ ফেব্রুয়ারি একসঙ্গে পথচলার প্রতিশ্রুতি দিয়ে একে অন্যের সঙ্গে চিরতরে আবদ্ধ হয়েছি। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি। 

481597623_18490940305010426_6194440196323203809_n

শেষে দোয়া চেয়ে মেহজাবীন লেখেন, আমরা এই নতুন অধ্যায় শুরু করে, আজীবন সুখে দুঃখে একস্নগে থাকতে আপনাদের ভালবাসা ও দোয়া চাই।

গতকাল রোববার বসেছিল কন্যার গায়ে হলুদের আসর। ঢাকার অদূরে একটি রিসোর্টে বেশ কড়াকড়িতে চলে এ আয়োজন। আজ ২৪ ফেব্রুয়ারি সেখানেই হলো বিয়ের আনুষ্ঠানিকতা। 
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর