জনপ্রিয় কণ্ঠশিল্পী পলাশ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন তার বড় ভাই বকুল।
সোমবার রাতে অসুস্থ বোধ করলে ইউনাইটেড হাসপাতালে যান পলাশ। সেখানে চিকিৎসকের পরীক্ষায় ধরা পড়ে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সেসময় জরুরী ভিত্তিতে তার হৃদয়ে একটি রিং পরানো হয়।
বিজ্ঞাপন
পলাশের বড় ভাই জানিয়েছেন, অপারেশনের পর সিসিউতে রাখা হয়েছে তাকে। আজ বুধবার কেবিনে স্থানান্তর করা হবে এই গায়ককে। এ সময় বকুল বলেন, ‘ভাগ্য ভালো ও দ্রুত হাসপাতালে গিয়েছিল। নইলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কারণ ওর হার্টের ৯৯ শতাংশ ব্লক ধরা পড়েছে। তবে এখন আগের চেয়ে ভালো আছে। সবাই দয়া করবেন পলাশের জন্য।’
নব্বই দশকে ‘অরবিট’ নামক একটি ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতে ক্যারিয়ার শুরু করেন পলাশ। এরপর আধুনিক, ফোক ও রিমিক্স গান কণ্ঠে তুলে তুমুল জনপ্রিয় অর্জন করেন তিনি। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ৩০টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তার। দ্বৈত অ্যালবাম মিলিয়ে হিসাব করলে সংখ্যাটি দাঁড়ায় দুই শতাধিক।
চলচ্চিত্রের অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন এই গায়ক। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে দীর্ঘদিন ধরেই সংগীতে অনিয়মিত তিনি। তাই তাকে নিয়ে আলোচনাও খুব একটা হয় না। সম্প্রতি অসুস্থতার খবর আবারও শিরোনামে নিয়ে এলো তাকে।
আরআর

