রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে দুই কাজ করে কষ্ট ছাড়া কিছু পাননি শবনম ফারিয়া 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

যে দুই কাজ করে কষ্ট ছাড়া আর কিছু পাননি শবনম ফারিয়া 

বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি কালের পারফর্মেন্সে বিরক্ত আট থেকে আশি। দলমত শ্রেণি নির্বিশেষে ছড়িয়ে পড়েছে এই বিরক্তি। অনেকে রাগে দুখে খেলা দেখা বন্ধ করে দিয়েছেন। অভিনেত্রী শবনম ফারিয়াও আছেন এ দলে। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে ফারিয়া লিখেছেন, প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এই দুই কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি! 


বিজ্ঞাপন


এরপর লিখেছেন, এটা কোনো ফানি স্ট্যাটাস না! অনেক দুঃখের স্ট্যাটাস।

এদিকে অভিনেত্রীর পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। মজার ছলে বিভিন্ন ধরনের মন্তব্য রেখে যাচ্ছেন তারা। সেসবের উত্তরও দিচ্ছেন অভিনেত্রী। একজন প্রশ্ন করেছেন, জীবনে কয়টা প্রেম করলে এত বিরক্তি আসে...? জবাবে অভিনেত্রী বলেছেন, ৩টা সর্বনিন্ম!

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নেমেছে বাংলাদেশ। পরাক্রমশালী ভারতের বিরুদ্ধে শুরুতে নাজেহাল হতে হয়েছে শান্ত বাহিনীকে। শেষে ঘুরিয়ে দাঁড়িয়ে ২২৮ রানের টার্গেট ছুড়ে দিয়েছে। তবে টাইগারদের পারফর্মেন্সে মন ভরেনি অনেকের। ফারিয়া হয়তো সেকারণেই দুঃখের স্ট্যাটাস টাঙিয়েছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর