শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য, সেই ইউটিউবারের পাশে ভারতের আদালত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

বাবা-মায়ের যৌনতা নিয়ে মন্তব্য করে বিপাকে ভারতীয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। নেটিজেনরা ধুয়ে দিয়েছেন সমালোচনা করে। পেয়েছেন প্রাণনাশের হুমকি। এবার তার পাশে দাঁড়াল ভারতীয় সুপ্রিম কোর্ট।

রণবীরের বিরুদ্ধে দেশের একাধিক থানায় দায়ের হয়েছিল মামলা। অভিযোগ থেকে রক্ষা পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগের বিচার যেন একসঙ্গে হয় এবং গ্রেফতারি এড়াতে যেন আগাম জামিন দেওয়া হয়, শীর্ষ আদালতের কাছে এই আবেদন জানিয়েছিলেন। 


বিজ্ঞাপন


এ আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, রণবীরকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। এরপর থেকে দেশের কোনো প্রান্তের পুলিশ নতুন করে এফআইআর দায়ের করতে পারবে না রণবীরের বিরুদ্ধে।

তবে পাশে দাঁড়ালেও সুপ্রিম কোর্টের তিরস্কার সইতে হয়েছে রণবীরকে। বিচারপতি কান্ত বলেন, “রণবীরের মানসিকতা, চিন্তাভাবনা অত্য়ন্ত নোংরা। সেটারই প্রকাশ ঘটেছে তার কথায়। নিজের বাবা-মায়েরও বিপুল সম্মানহানি করেছেন তিনি। জনপ্রিয় হলেই যা খুশি বলা যায় সমাজের তোয়াক্কা না করে-এমনটা মোটেই ভাবা যায় না। যে ভাষায় কথা বলা হয়েছে, তাতে গোটা সমাজ লজ্জিত।” এমন ভাষা প্রয়োগ করা ব্যক্তির কথা আদালত শুনবে কেন, সেই প্রশ্নও তোলেন দুই বিচারপতি।

সম্প্রতি ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে গিয়ে বাবা-মায়ের যৌনতা নিয়ে করেন রণবীর। তিনি বলেছিলেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও একবার যোগ দিয়ে তাদের সঙ্গম স্থায়ীভাবে বন্ধ করতে উদ্যোত হবে?” এরপরই এ ইউটিউবারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন