বলিউড বাদশাহ শাহরুখ খানের হাত ধরে বি-টাউনে যাত্রা শুরু করেছেন অনেকে। পেয়েছেন তারকাখ্যাতি। প্রযোজক-পরিচালক করণ জোহরও আছেন এই দলে। তার ক্যারিয়ারে কিং খানের অবদান স্বীকার করলেও শাহরুখকে তারকা মানতে নারাজ করণ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি এক পডকাস্টে করণকে জিজ্ঞেস করা হয়েছিল, তার একাধিক ছবি যা দেশে বক্স অফিসে ব্যর্থ হলেও পশ্চিমা বিশ্বে সফলতা পেয়েছে। কারণ জানতে চাইলে করণ ক্রেডিট দেন শাহরুখকে।
বিজ্ঞাপন
তার কথায়, ‘এর একমাত্র কারণ শাহরুখ খান। আমার সেসব ছবি পশ্চিমা দুনিয়া থেকে যতটুকু ভালবাসা ও সম্মান পেয়েছে, তা সম্ভব হয়েছিল কেবল ওই ছবিতে শাহরুখ ছিলেন বলেই।’
আরও যোগ করেন, ‘বছরের পর বছর পশ্চিমের দেশগুলোতে শাহরুখের জনপ্রিয়তা যেভাবে বেড়েছে, তা এককথায় অবিশ্বাস্য! ওর জনপ্রিয়তা কিন্তু শুধু ইংল্যান্ড, আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ায় আটকে নেই। ইউরোপের অন্যান্য বড় বড় যে দেশ রয়েছে - ফ্রান্স, জার্মানি সেখানেও এই ছবিটা এক। ওদিকে মিশরে তো মানুষজন শাহরুখ বলতে অজ্ঞান। তাদের কাছে ভারতীয় ছবি মানেই শাহরুখ। তাই শাহরুখ এখন আর স্রেফ কোনো তারকা নন, একটা অনুভূতির নাম হয়ে দাঁড়িয়েছে।’
শাহরুখের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও চমৎকার করণের। অভিনেতাকে অভিভাবকের আসনে রেখেছেন পরিচালক। জুটি বেঁধে একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তারা। এরমধ্যে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’ উল্লেখযোগ্য।

