সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের ফুলশয্যা কাঞ্চন-শ্রীময়ীর, প্রকাশ করলেন ছবি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

ফের ফুলশয্যা কাঞ্চন-শ্রীময়ীর, প্রকাশ করলেন ছবি

বছর হয়ে গেছে বিয়ের। কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা। তবু যেন আহ্লাদ কমছে না টলিউড অভিনয়শিল্পী দম্পতি কাঞ্চন ও শ্রীময়ী চট্টরাজ মল্লিক। ফের ফুলশয্যার আয়োজন করলেন দুজনে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল ১৪ ফেব্রুয়ারি ছিল কাঞ্চন-শ্রীময়ীর বিবাহবার্ষিকী। এদিন একে-অপরের ঠোঁটে ঠোঁট ডোবান তারা। নবপরিণীতার মতো ফুলশয্যার খাটের ছবি দিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রীময়ী।


বিজ্ঞাপন


শ্রীময়ীর পরনে ছিল লাল পোশাক। কাঞ্চনের হাত ধরে কেটেছেন কেক। নববিবাহিত দম্পতির মতো ফুলশয্যাও করেন। আনন্দঘন রোম্যান্টিক মুহূর্তের প্রতিটি ফ্রেমই শ্রীময়ী শেয়ার করেন সমাজ মাধ্যমে। সেখানেই দেখা যায়, গোলাপ আর রজনীগন্ধায় সেজে উঠেছে তাদের ফুলশয্যার বিছানা। 

শ্রীময়ী চট্টরাজের টানে ১৭ বছরের সংসার ছেড়েছেন টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। বিয়ের আট মাস পর ঘরে এসেছে কন্যা সন্তান। সব মিলিয়ে সোনায় সোহাগা। 

কাঞ্চন আর শ্রীময়ীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরে চলছিল। চার হাত এক হওয়ার পথে বাধা ছিল কেবল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের বিয়ের আইনি বিচ্ছেদ।২০২৪-এর ১০ জানুয়ারি সেটি সম্পন্ন করেন অভিনেতা। এরপর ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে ঘরে তোলেন শ্রীময়ীকে। বছর ঘুরতে দিনটি জমিয়ে পালন করলেন এ তারকা দম্পতি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর