শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পূজার নতুন মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

পূজার নতুন মিউজিক ভিডিও

সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা শ্রোতাদের বেঁধেছেন সুরের মায়ায়। অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার। নিজের মৌলিক গানের তালিকায় যুক্ত হলো আরও একটি। মুক্তি পেয়েছে তার ‘এক জনমে হাজার মরণ’ শিরোনামের গান।

গত ৫ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে গানটি। কথা লিখেছেন রাকিব হাসান রাহুল এবং সুর-সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। গান ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত নাসির।


বিজ্ঞাপন


মিউজিক ভিডিওতে নতুনভাবে দেখা গেছে পূজাকে। তার অন্য গানগুলোর চেয়ে আলাদাও ‘এক জনমে হাজার মরণ’। ফোক ফিউশন ধারার গানটি। 

গানটি পূজা বলেন, ‘নতুন বছরে এখন পর্যন্ত আমার কোনো গান আসেনি। এটিই এ বছরের প্রথম গান। সচরাচর ভক্তরা আমাকে যেভাবে গাইতে শোনেন, এটা একদমই এ রকম না। একটু ভিন্ন রকম আমেজেই তৈরি। সেটা আমার গায়কির ক্ষেত্রেও, এমনকি ভিডিওর ক্ষেত্রেও। দুই ভাবেই শ্রোতারা সারপ্রাইজ হবেন বলে আমার বিশ্বাস।’

পূজার নিজস্ব ইউটিউব চ্যানেল পূজায় প্রকাশ পেয়েছে গানটি। এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। দর্শক -শ্রোতারা দেখার পাশাপাশি প্রশংসা করছেন গানটির। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর