রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধানমন্ডি থেকে মেহের আফরোজ শাওন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

ধানমন্ডি থেকে মেহের আফরোজ শাওন গ্রেফতার

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।


বিজ্ঞাপন


ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাতে ধানমন্ডি এলাকা থেকে শাওনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন

পুলিশ-র‍্যাব-আনসারের পোশাক নিয়ে যে কৌতূহল শাওনের 

আগামীকাল শুক্রবার সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে তার রিমান্ড চাওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জামালপুরে অভিনেত্রী শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ

জানা যায়, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়। শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি।

১৯৮১ সালের ১২ অক্টোবর জন্ম নেওয়া শাওন একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি দেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

আরও পড়ুন

ডিবি কার্যালয়ে মেহের আফরোজ শাওন

শাওনের বাবা জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর