বলিউড আইটেম গার্ল নোরা ফাতেহির মৃত্যুর গুঞ্জনে সরগরম সামাজিক মাধ্যম। অভিনেত্রীর অনুরাগীদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ে মাঝে আটকে পড়েছেন এক নারী। ক্যাপশনে লেখা, ‘‘বলিউড অভিনেত্রী নোরা ফতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।’’তবে দূর থেকে ধারণ করা ভিডিওতে ওই নারীর মুখ অস্পষ্ট হওয়ায় স্নাক্ত করা যাচ্ছে না।
বিজ্ঞাপন
শোনা যায়, দুঃসাহসিক খেলায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়েই বিপত্তি। পাহাড়ে খাদে পড়ে গিয়েছেন নোরা। সেখানেই মৃত্যু হয় তার।
এদিকে এরইমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নোরার সহযোগী টিম। জানানো হয়েছে নোরার সঙ্গে এরকম কিছু ঘটেনি। খবরটি ভিত্তিহীন।
বলিউডে এক দশক পূর্ণ হয়েছে নোরার। শুরুর দিকে দিনরাত খাটতে হয়েছে তাকে। তার বয়সী মেয়েদের মতো পার্টিতে যেতেন না। কোনো বয়ফ্রেন্ডও ছিল না। জানিয়েছিলেন নোরা। সেই সময় নিজেকে একটি ঘরে বন্ধ করে রাখতেন নোরা। হিন্দি ভাষা রপ্ত করতেন। টিভি দেখতেন। এবং নিজের ঘরেই প্র্যাকটিস করতেন নাচ।

