শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাসতামামি

জানুয়ারিতে বিদ্যুৎ বিল ওঠেনি কোনো সিনেমা হলের

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

জানুয়ারিতে বিদ্যুৎ বিল ওঠেনি কোনো সিনেমা হলের

গেল বছর দেশের চলচ্চিত্রের জন্য আশা জাগানিয়া ছিল না। অর্ধশতাধিক ছবি মুক্তি পেলেও লাভের মুখ দেখেছিল দুই-একটি। ওই জায়গা থেকে এক প্রকার হতাশা পুঁজি করে নতুন বছর শুরু হয় ঢালিউডে। প্রথম মাসে মুক্তি পায় ‘মধ্যবিত্ত’, ‘মেকআপ’, ‘কিশোর গ্যাং’, ‘রিকশা গার্ল’ সিনেমাগুলো। 

মুক্তিপ্রাপ্ত ছবি চারটি ব্যবসায়িক দিক থেকে কতটা সফল কিংবা দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে— বিষয়গুলো জানতে চাইলে চলচ্চিত্র পরিদর্শক সমিতির পরিদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস হতাশা মাখা কণ্ঠে জানালেন ছবি চালিয়ে এখন বিদ্যুৎ বিলও ওঠে না। জানুয়ারিতেও এর ব্যতিক্রম হয়নি। ঢাকা মেইলকে বলেন, ‘‘এখন আর খবর রাখতেও ইচ্ছা করে না। ‘মধ্যবিত্ত’ দেখতে চেয়েছিলাম। কিন্তু লায়ন সিনেপ্লেক্সে খোঁজ নিয়ে জানলাম দর্শক নেই বলে কোনো শো-ই চালানো হচ্ছে না। অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’ ছবিটি অনেকে শেষ না করে বেরিয়ে এসেছেন। তারা যা বললেন শুনে আমি হতাশ। জানুয়ারির কোনো সিনেমা-ই লাভের মুখ দেখেনি। দেখবে কীভাবে। সিনেমা চালিয়ে বিদ্যুৎ বিলই ওঠে না।’’


বিজ্ঞাপন


সমিতির সহ সভাপতি মিয়া আলাউদ্দিনও হতাশার হাসি হেসে বলেন, ‘‘মরার ওপর খাঁড়ার ঘা-ও বলতে পারছি না। কেননা খাঁড়ার ঘা পড়তেও তো ছবি লাগে। সেটাই তো নাই। ‘কিশোর গ্যাং’ নিয়ে আমি আশাবাদী ছিলাম। ওদের অনুষ্ঠানেও গিয়েছিলাম। যেহেতু এখন কিশোর গ্যাংয়ের উৎপাতে বেশি ভেবেছিলাম সমসাময়িক বিষয় নিয়ে নির্মিত ছবিটা মানুষ দেখবে। কিন্তু হতাশ হয়েছি। বাকি ছবিগুলোরও একই দশা।’’ 

Rickshaw_girl

কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ছবিগুলো দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছে না। একটি সিনেমা দেখতে বসে দর্শকের মন যদি না ভরে তাহলে তারা দেখবেন কেন। গল্প ভালো হচ্ছে না। নির্মাতার মনে হচ্ছে ভালো কিছু হয়েছে কিন্তু দর্শকের ভালো লাগছে না। ফলে ছবি চলছে না।’

একইসঙ্গে হল সংখ্যা কমে যাওয়াকে দায়ী করে তিনি বলেন, ‘এত অল্প সংখ্যক হল নিয়ে সিনেমা ব্যবসাসফল হয় না। আগে ১৪০০ হল ছিল। তারপরও একটি ছবি ব্যবসাসফল হতে সময় লাগত। এখন তো এক শরও কম। তাহলে কীভাবে সম্ভব। তারপরও ভবিষ্যতে ভালো কিছু হবে বলে আমি আশাবাদী।


বিজ্ঞাপন


এদিকে জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো চালিয়ে লাভের মুখ দেখেনি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। হাতে গোনা দর্শক পেয়েছে ছবিগুলো। এরকম উল্লেখ করে সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘তুফানে’র পর থেকে কোনো বাংলা সিনেমা-ই চলছে না। শুধু ‘প্রিয় মালতী’ মোটামটি দর্শক টেনেছে।’’ সবশেষ ‘রিকশা গার্ল’ দর্শক টানবে বলে আশা করেছিলেন এ কর্মকর্তা। কিন্তু ছবিটি হতাশ করেছে বলে জানালেন। 

একই চিত্র কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে। সেখানকার কাস্টমার কেয়ার থেকে সম্রাট বললেন, ‘‘তুফানে’র পর কোনো সিনেমা-ই আমাদের এখানে ভালো চলেনি। জানুয়ারি মাসের ছবিগুলোও দর্শক খরায় ভুগেছে। আশানুরূপ দর্শক পায়নি কোনোটা।’’

MV5BMzlkOWMzZTktNjk3MS00ZDlmLThhZTktZGNkMWUxZDJmZmFmXkEyXkFqcGc@._V1_

শ্যামলী সিনেমা হলের হাউজ ম্যানেজার আহসানউল্লাহ বলেন, ‘‘আমাদের এখানে ‘মেকআপ’ ও ‘রিকশা গার্ল’ চালিয়েছিলাম। কোনোটা দর্শক টানতে পারেনি। হলের খরচ তোলা দূরের কথা বিদ্যুৎ বিল তুলতেও পারেনি। এ অবস্থায় হল বন্ধ করে দেওয়া ছাড়া কোনো পথ দেখছি না।’’ 

খুলনার সংগীতা সিনেমা হলের কো-অরডিনেটর আতাহার আলী বলেন, ‘‘কিশোর গ্যাং’ চালিয়েছিলাম। ছবিটির যে এমন ভরাডুবি হবে ভাবতে পারেনি। দুই-চার জন করে দর্শক হয়েছে। বিদ্যুৎ বিলই ওঠেনি।’’

‘মেকআপ’ চালিয়ে হতাশ নাগরপুরের রাজিয়া সিনেমা হলের দায়িত্বে থাকা মো: আমিন। তিনি বলেন, ‘‘হল নিয়ে বিপদে আছি। কোনো ছবি-ই চলে না। গেল মাসে ‘মেকআপ’ চালিয়েছিলাম দর্শক উপস্থিতি ছিল লজ্জাজনক। হলের খরচও ওঠেনি।’’ 

একই সুর বাকি সিনেমা হলগুলোতে। জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো ঢাকা ও ঢাকার বাইরে যেসব সিনেমা হলে দেখানো হয়েছে সেসব হলে খোঁজ নিয়ে স্বস্তির সংবাদ মেলেনি কোথাও। সিনেমাগুলো ব্যবসা দূরের কথা হলের খরচ তুলতে পারেনি বলে জানান তারা। 

Rickshaw_girl

‘মধ্যবিত্ত’ তে অভিনয় করেছেন শিশির সরদার, মায়িশা প্রাপ্তি, প্রয়াত মাসুম আজিজ, বড়দা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মি, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন প্রমুখ। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা তানভীর হাসান নিজেই।

অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ -এ অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান প্রমুখ।

‘কিশোর গ্যাং’ সিনেমাটি নির্মাণ করেছেন আব্দুল মান্নান। অভিনয় করেছেন নীলিমা ইসলাম মুন, আয়ান সজিব, ইশতিয়াক আহমেদ সাদ প্রমুখ। 

যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’। পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর