সম্প্রতি মুক্তি পেয়েছে যাযাবর রাসেলের নতুন গান। নানা কারণে ও নানা ভাবে বেশ অস্থির একটি সময় পার করছে দেশের সাংস্কৃতিক অঙ্গন, এমন একটি সময়ে বাংলাঢোল স্টুডিও আয়োজন করেছে গানের একটি ভিন্নধর্মী অনলাইন প্রকাশনার। এই আয়োজনটি কো-অরডিনেট করছেন সাজ্জাদ কবির। একুস্টিক টেলস– ভলিউম ১ নামের এই আয়োজন থেকেই প্রকাশ পেয়েছে যাযাবর রাসেলের কণ্ঠে রাধারমণ দত্তের ভবে আসা যাওয়া শিরোনামের গানটি। গানটির অন্যতম বিষয় হলো, এটি রাধারমণ দত্তের একটি গান। কিন্তু প্রচলিতভাবে প্রচারিত গানের কথা থেকে এই গানের কথাগুলো ভীষণ আলাদা।
যাযাবর রাসেল বলেন, আমাদের লোকগানে ভীষণ সুন্দর ও চমকপ্রদ কিছু বিষয় আছে। যেগুলো নিয়ে খুব বেশি কথা হয় না। যেমন এই গানের কথায় যে ভিন্নতা সেটা কিন্তু ভীষণ অবাক করা একটি ঘটনা। লোকগান বা ফোকগান মূলত জনপ্রিয় হয় ও সময় অতিক্রম করে টিকে থাকে মানুষের মুখে মুখে। মুখ থেকে মুখে গানগুলো ছড়িয়ে যেতে থাকে, এর সাথে ধীরে ধীরে মিশে যেতে থাকে নানা আঞ্চলিক সুর ও কথারা। এই গানটি লিখিত ও রেকর্ডেড অবস্থায় ভিন্ন কিছু কথায় সব সময় শুনে থাকলেও আমি নানা বাউলের মুখে, গানের আড্ডায় ভিন্ন এই কথাগুলো শুনেছি। যা আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে। এই ধরণের অনেক পুরনো গানের কথা ও সুর নিয়ে অনেক মত পার্থক্য থাকলেও আমার কাছে মন হয় ফোক ভীষণ উন্মুক্ত ও স্বাধীন একটি গানের ধারণা বহন করে। সেখানে আবেগে ও আবেশে সুরে যেমন অনেক ভিন্নতা থাকে, থাকে নানা জনপদ ও মানুষের ভিন্ন অনুভূতির প্রকাশ। আমি চেয়েছি আমার নানা জায়গায় শুনে শিখে রাখা ও আত্মস্থ করা এই কথাগুলোও টিকে থাক, ছড়িয়ে যাক। হারিয়ে না যাক। আমি সব সময়ই কন্ঠে ও হৃদয়ে ধরে রাখতে চাই মাটি আর মানুষের গান।
বিজ্ঞাপন
এখন অব্দি যাযাবর রাসেলের কণ্ঠে বেশ কিছু ফোক ও নিজের মৌলিক গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। উল্লেখ্য যাযাবর রাসেল লোক সংগীতে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি নিজে গান লেখা ও সুর করার পাশাপাশি মিউজিক ডিরেক্টর হিসেবেও কাজ করছেন। তিনি বর্তমানে এখন টেলিভিশনে সিনিয়র মিউজিক প্রডিউসার ও ৯৬.৪ স্পাইস এফ এম এ ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কর্মরত আছেন।

