রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ছোট্ট মেয়েটি এখন চলচ্চিত্রের অভিনেত্রী’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

‘ছোট্ট মেয়েটি এখন চলচ্চিত্রের অভিনেত্রী’

কথায় আছে নায়িকার হাসিতে দুলে ওঠে রূপালি পর্দা। এমন নায়িকার আজকাল বড় আকাল। সেই অভাব মেটাতেই যেন ঢালিউডে নাম লেখান মন্দিরা চক্রবর্তী। দেখলেই বলতে ইচ্ছা করে— এতদিন কোথায় ছিলেন।

তবে সম্প্রতি নায়িকা হিসেবে জনপ্রিয়তা অর্জন করলেও শোবিজে মন্দিরার বিচরণ ছোটবেলা থেকে। তখন থেকেই মিডিয়া ব্যক্তিত্বদের সাহচর্যে আসা। একরত্তি বয়সেই মন জয় করে নিয়েছিলেন অনেকের। তদের একজন জনপ্রিয় উপস্থাপক আব্দুন নূর তুষার। 


বিজ্ঞাপন


475697508_10164899814958973_1773095638290550972_n

সেদিনের ছোট্ট মন্দিরাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তুষার। নিজের ফেসবুকে মন্দিরার সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমি জিনিয়াস পরিবার নামে একটি অনুষ্ঠান বানাতাম। পরিবারগুলো এসে সাংস্কৃতিক দক্ষতা-খেলা-সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা করত। তাজিন (অভিনেত্রী তাজিন আহমেদ) একবার এসেছিল পুরস্কার দিতে। টুশি আমাকে নানা কাজে সাহায্য করতো। আর ছিল তাজিন। ডাকলেই হাজির।’ 

এরপর লেখেন, ‘টুশি নেই। তাজিনও নেই। জিনিয়াস পরিবারের ক্যামেরা চালাতেন নজরুল ভাই। শাইখ সিরাজের ছোট ভাই। প্রোডাকশন হেড ছিলেন সামিউল ভাই। করোনার সময়ের আশেপাশে তারাও চলে গেছেন। ওবায়দুল গনি চন্দন লিখেছিল থিম সং। ছেলেটা যেন ইচ্ছা করেই গেল। কত দ্রুত সময় চলে যায়। মানুষ চিরতরে চলে যায়।’

449703127_7789556451097519_5190253671052745479_n_20241007_141341945


বিজ্ঞাপন


এরপর মন্দিরাকে নিয়ে লিখেছেন, ‘‘লাল জামা পরা ছোট্ট মেয়েটি এখন চলচ্চিত্রের অভিনেত্রী। ‘কাজলরেখা’তে অভিনয় করে অনেক নাম করেছে। তার নাম মন্দিরা। কত শত মুখ-কত স্মৃতি। স্টিল তুলে দিয়েছিল মাজেদ । এখানে তার পরিবারও আছে।’’

মুক্তির অপেক্ষায় আছে মন্দিরা অভিনীত ‘নীলচক্র’। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। নির্মাণ করেছেন মিঠু খান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর