শাহরুখ খানকে এক নজর দেখতে পাওয়া যেন ভক্তদের জন্য দেবতা দর্শনের মতো। তাই কাছে পেলে শুধু চোখের দেখায় ক্ষুধা মেটে না অনুরাগীদের। ছুঁয়ে দেখতে চান একবারের জন্য। স্বাভাবিকভাবে সেসব নিজের মতো করে সামলে নেন কিং খান। করেন হালকা রসিকতাও। একবার তো এক ভকতকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিলেন হাসতে হাসতে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, এক আলোচনাসভায় গিয়েছিলেন শাহরুখ। সেখানে উচ্ছ্বসিত অনুরাগীদের থেকে আসে নানা রকমের মন্তব্য। এক অনুরাগী চেঁচিয়ে বলতে থাকেন, “শাহরুখ, তোমাকে ভালোবাসি।”
বিজ্ঞাপন
উত্তরে কম যাননি কিং খান। বলে বসেন, “আমিও তোমাকে ভালোবাসি। অনুষ্ঠানটা হয়ে গেলে আমরা বিয়ে করতে পারি।” এরপরই আরেক ভক্ত বলেন, “শাহরুখ, তোমাকে স্পর্শ করতে চাই।”
এবার শাহরুখ উত্তর দেন, “আরে, জনসমক্ষে এভাবে কেউ বলে, ‘আমি তোমাকে ছুঁতে চাই, আমি তোমাকে ছুঁতে চাই।’ আমারও তো লজ্জা করে। এভাবে সবার সামনে এসব কেউ বলে!” ওই মুহূর্তের ভীডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে মুগ্ধ অনুরাগীরা।
শাহরুখের সময় কাটছে নতুন সিনেমা ‘কিং’-এর ব্যস্ততায়। এতে বাবার সাথে অভিনয় করবেন সুহানা খান।

