অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমির একটি মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।
সম্প্রতি এক অনুষ্ঠানে সমকামিতা নিয়ে প্রশ্নের উত্তরে সৌমি বলেন, ‘বিশ্ব অনেক দূরে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এই ট্রেন্ডটা নেই। আমরা তো ইন্ডিয়াকে ফলো করি আসলে। সেখানে এটা আইনত বৈধ। এটাকে খারাপ কিছু বলে মনে হয় না আমার। কারণ সমকামিতা থাকতেই পারে। একটা ছেলে আরেকটা ছেলেকে ভালোবাসতেই পারে। ভালোবাসা আসলে মন দিয়ে হয় শরীর দিয়ে না। একটা ছেলে ছেলেকে ভালোবাসতে পারে মেয়ে মেয়েকে ভালোবাসতে পারে। আমি কোনোদিনই এটার বিপক্ষে না। আমি এটার পক্ষে।’
বিজ্ঞাপন
তবে সৌমির মন্তব্য ভালোভাবে নেননি নেটিজেনরা। এরই মধ্যে সমালোচনা শুরু করেছেন তারা। কটাক্ষ করছে অভিনেত্রীকে। তবে সৌমির অভিযোগ তার বক্তব্যটি আংশিক প্রচার করা হয়েছে। তিনি মূলত ভালোবাসা নিয়ে কথা বলেছেন, ‘সমকামিতা নিয়ে না। পাশাপাশি বাংলাদেশ নিয়ে কথাটি বলেননি বলে জানান অভিনেত্রী।’
ঢাকা মেইলকে তিনি বলেন, ‘সমকামিতা নিয়ে আমি ওইভাবে বলিনি। বাংলাদেশের কথাও বলিনি। আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি এটার পক্ষে না বিপক্ষে। আমি বলেছি বিশ্বে এটা বৈধ। ভালোবাসা ছেলে ছেলেতে হতে পারে, মেয়ে মেয়েতেও হতে পারে। এটাকে খারাপ চোখে দেখি না। কেননা ভালোবাসা মন দিয়ে হয়, শরীর দিয়ে না। কিন্তু আমার মন্তব্য কেটে নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে। আমি খুব হতাশ।’
তিনি আরও বলেন, ‘আমাকে যখন প্রশ্ন করা হয়েছে আমি এর পক্ষে না বিপক্ষে তখন বলেছি, বিশ্বের অনেক দেশেই এটা বৈধ। ভালোবাসা তো শরীর দিয়ে হয় না। আমি মূলত ভালোবাসা নিয়ে কথা বলেছি।’
বিজ্ঞাপন
শোবিজে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন সৌমি। ২০১৬ সালে নাম লেখান সিনেমায়। নাটকেও পার করছেন ব্যস্ত সময়।