রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রিকশা গার্ল

প্রতিটা দিনই একটা চ্যালেঞ্জ ছিল: অমিতাভ রেজা চৌধুরী

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

প্রতিটা দিনই একটা চ্যালেঞ্জ ছিল: অমিতাভ রেজা চৌধুরী
‘আয়নাবাজি’ দিয়ে গোটা দেশ নেড়েচেড়ে দিয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। বোদ্ধাদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি সিনেমা হলে বসন্ত এনেছিল ছবিটি। নির্মাতার দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’ প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে বিদেশের মাটিতে। আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।  

ঈদ ব্যতীত হলে দর্শক টানা আর ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা আজকাল যেন একই। লোকসান এড়াতে বিভিন্ন সময় নির্মিত সিনেমা মুক্তির জন্য সংশ্লিষ্টরা অপেক্ষা করেন ঈদের। এবারও সেরকম লক্ষণীয়। ঈদের মুক্তিপ্রতীক্ষিত সিনেমার তালিকা দীর্ঘ হচ্ছে। অথচ উল্টো হাঁটলেন অমিতাভ রেজা। 


বিজ্ঞাপন


473563284_10170799791540375_4175190903728100182_n

কারণ জানিয়ে ঢাকা মেইলকে এ নির্মাতা বলেন, ‘এটা ঈদের ছবি না। শিশু-কিশোরদের ছবি। এই সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকে। বাচ্চারা অবসরে থাকে। সে কারণে সময়টা বেছে নেওয়া। পরিবারের সবাইকে নিয়ে শিশু কিশোরেরা একসঙ্গে ছবিটি দেখতে পারবে।’ 

দ্বিতীয় সিনেমার জন্য এরকম গল্প বেছে নেওয়ার কারণও জানালেন অমিতাভ রেজা। তার কথায়, ‘গল্পটি আমার কাছে যখন আসে তখন-ই ভালো লেগেছিল। রিকশা পেইন্টিংয়ের প্রতি ছোটবেলা আমার আগ্রহ ছিল। এসব কারণেই সিনেমার জন্য বেঁছে নেওয়া।’

Amitabh-Reza-Chowdhury_1131


বিজ্ঞাপন


‘রিকশা গার্লে’র দৃশ্যধারণে প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়েছে। বানাতে হয়েছে বস্তি। সহ্য করতে হয়েছে কড়া রোদ। কেমন ছিল সে অভিজ্ঞতা— অমিতাভ বলেন, ‘দারুণ অভিজ্ঞতা ছিল। আমার আর্ট ডিরেক্টর ছিল শিহাব। সে হুবহু বস্তি বানিয়েছে। এরকম রিয়াল সেটআপে শুটিং করে দারুণ ফিল পাওয়া যায়।’ 

তবে গ্রীষ্মের রোদের সঙ্গে পাল্লা দিয়ে শুটিং করা চ্যালেঞ্জেরও ছিল। বলেন, ‘প্রতিটা দিনই একটা চ্যালেঞ্জ ছিল। গ্রীষ্মকালে শুটিং করেছি। প্রচন্ড রোদে রিকশা নিয়ে ঘোরা, রিকশা পেইন্টিং নিয়ে কাজ করা সহজ ছিল না।’

Aynabaji_poster_goldposter_com_1

‘আয়নাবাজি’ দিয়ে সিনেমা হল দর্শকে টইটম্বুর করেছিলেন অমিতাভ রেজা। ‘রিকশা গার্ল’ কি পারবে সেই ধারাবাহিকতা রাখতে— নির্মাতার ভাষ্য, ‘‘সিনেমাটি ‘আয়নাবাজি’র মতো প্রচুর দর্শক দেখবেন এরকম আশা করছি না। এটা ‘আয়নাবাজি’র মতো থ্রিল বা বিনোদনধর্মী ছবি না। কিন্তু এখানে বিনোদন প্রচুর পরিমাণে আছে। যদি আগ্রহ থাকে তাহলে বাবা-মায়েরা সন্তানদের নিয়ে ছবিটি দেখতে আসবেন।’’

‘রিকশা গার্লে’র পরিচালক মনে করেন, দর্শকের দেখার সঙ্গে ছবির স্বার্থকতা সম্পর্কিত নয়। তার ভাষ্য, ‘দেখার সঙ্গে ছবি সার্থকতার সম্পর্কিত নয়। বিভিন্ন কারণে দর্শক সিনেমা দেখতে যান। কেউ উৎসবমুখর পরিবেশ উদযাপনে, কেউ ডেট করতে, আবার কেউ ছবি দেখার অভিজ্ঞতা নিতে। কেউ শুধু শাকিব খান কিংবা পরীমণিকে দেখতে। সিনেমা দেখার ক্ষেত্রে একেক জনের উদ্দেশ্য একেক রকম থাকে।’

1650782353675

এরইমধ্যে তৃতীয় সিনেমা নিয়ে ভাবছেন অমিতাভ রেজা। জানালেন, দুটি গল্পের চিত্রনাট্য করা আছে। এ বছরই কাজ শুরু করতে চান। আগামী মাসে ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে তার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া। সেটা নিয়েও রয়েছে ব্যস্ততা।’ 

যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর