রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘তোর মৃত মুখ দেখব না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

‘তোর মৃত মুখ দেখব না’

রহস্যজনক মৃত্যু হয়েছে কলকাতার জনপ্রিয় ব্যান্ড ফসিলসের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাসের। তার চলে যাওয়ায় শোকাহত ব্যান্ডটির গায়ক রূপম ইসলাম। দীর্ঘদিনের সঙ্গী হারিয়ে সামাজিক মাধ্যমে অভিমানী গায়ক জানিয়েছেন চন্দ্রমৌলির মৃত মুখ দেখবেন না তিনি।

রূপম জানান, চন্দ্রের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন তিনি। তবে তার মৃত মুখটা দেখতে চান না। তার কথায়, ‘‘আমি মৃতদেহের মুখে তোকে দেখব না। তোকে চিনব না এ ভাবে। তোর পাঠানো সব ক’টা গানই শুনেছিলাম আমি। মনে হয়েছিলে ফের যেন তুই স্বক্ষেত্রে ফিরে আসছিস।’’


বিজ্ঞাপন


গায়ক আরও বলেন, ‘‘আমাদের যখনই কথা হতো সেটা হয় দর্শন ও শিল্প নিয়ে। আমার তেমন কিছু গানই গচ্ছিত করে রেখেছিলাম তোর জন্য। সেগুলোর উদাহরণ হল ‘আদমের সন্তান’, ‘আমি তোমায় ভালবাসি’র মতো গান। কিন্তু তুই প্রত্যাখান করেছিলি। বলেছিলি নিজেকে গোছানোর জন্য সময় নিচ্ছিস। আমি ধৈর্য্য ধরে অপেক্ষা করতে রাজিও ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে সেই অপেক্ষার কোনো অন্ত নেই।’’

গতকাল রোববার সন্ধ্যায় ৪৮ বছর বয়সী চন্দ্রের দেহ উদ্ধার করা হয়। কলকাতার ওয়েলিংটন এলাকায় ভাড়া থাকতেন তিনি। সঙ্গে থাকতেন বাবা-মা। ঘটনার দিন তারা কেউ বাড়িতে ছিলেন না। চন্দ্রমৌলি বর্তমানে যে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারই এক সদস্য দেখতে পান ঝুলন্ত দেহ। 

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে চন্দ্রমৌলির দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর আগামীকাল শেষকৃত্য অনুষ্ঠিত হবে শিল্পীর। চন্দ্রমৌলির মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুরাগীরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর