শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ঢাকা

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, মুখ খুললেন অভিনেত্রী

মুক্তি প্রতীক্ষিত ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গানে কোমর দুলিয়ে যত না বাজার গরম করেছেন তার চেয়ে অধিক সমালোচনার জন্ম দিয়েছেন উর্বশী রাউতেলা। যে যা মুখে আসছে তাই বলে ধুয়ে দিচ্ছেন বলিউড নায়িকাকে। বিষয়টি এড়িয়ে গেলেও চিত্র সমালোচক কমল আর খানের মন্তব্যে চুপ থাকতে পারলেন না। কেকে তার ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করতেই গর্জে উঠলেন এ লাস্যময়ী। 

নিজের এক্স হ্যান্ডেলে উর্বশীর ছবিটি নিয়ে কেকে লিখেছিলেন, ‘‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো! উর্বশীর লজ্জা হওয়া দরকার এমন নাচ নেচে।’’

Nandamuri_Balakrishna_Daaku_Maharaaj_Dabidi_Dibidi_MOvie_Lyrical_Song_Stills_Photos_(6)

জবাবে অভিনেত্রী লেখেন, ‘‘দেখেও হাসি পায়, যারা জীবনে তেমনই কিছুই অর্জন করেননি তারা অন্যের সমালোচনা করছেন। তা-ও কাদের? যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’’

শুধু কমল আর খান নন, নেটাগরিকরাও সমালোচনা করেছেন উর্বশীর। অনেকে লিখেছেন, “এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এ সব করতে রাজি হন! একেবারে জঘন্য।”

balaiah.jpg

২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘দাবিডি দিবিডি’। গানে উর্বশীর সঙ্গে নেচেছেন দক্ষিণী সুপারস্টার  নন্দমুরি বালাকৃষ্ণ। ছবিটিতে অভিনয়ও করেছেন নায়িকা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর