গতকাল শুক্রবার একটি জুয়েলারি ফ্যাশন শোয়ে হাজির হন বলিউডের এক ঝাঁক তারকা। ছিলেন প্রযোজক পরিচালক করণ্ জোহরও। হাঁটেন র্যাম্পে। সেটাই যেন কাল হয়েছে। কেনণা তাকে র্যাম্পে দেখে নেটিজেনদের কেউ বলছেন শকুনের মতো লাগছে আবার কেউ বলছেন শুটকি মাছ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, র্যাম্পে করণকে দেখেই বোঝা যাচ্ছে কয়েক কেজি ওজন কমিয়েছেন তিনি। তাই দেখে এক নেটাগরিক লেখেন, ‘এ তো শকুনের মতো লাগছে, নাকি বলব শুটকি মাছ’। অন্যজন লেখেন, ‘হাস্যকর। জানি না কেন এরকম সাজে।’
বিজ্ঞাপন
তবে অনেকেই উদ্বিগ্ন তার স্বাস্থ্য নিয়ে। ‘করণের কী হয়েছে? ওকে এত দুর্বল লাগছে কেন?’ আরেকজন আবার লিখলেন, ‘ডায়াবেটিসে মানুষকে এরকম রোগা হতে দেখেছি’। তবে এসব নিয়ে কোনো মন্তব্য করেননি করণ।
করণ জোহর ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটেন অফ-হোয়াইট পোশাকে। মুক্তো রঙা-সাদা সিল্কের শার্ট পরেছিলেন যার ওপরের বোতামগুলো ছিল খোলা, যেখান থেকে শরীরের উর্ধাঙ্গের এক ঝলক মিলছিল। চশমা, সোয়েড বুট এবং নেকপিস দিয়ে সাজ সম্পূর্ণ করেছিলন পরিচালক-প্রযোজক। যা মোটেই ভালোভাবে নেননি নেটিজেনরা। উল্টো দিচ্ছেন খোঁচা।