গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার সময় ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা মুশফিক আর ফারহান। শুটিংয়ের কস্টিউম গোছগাছ করার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। কথা বলতে বলতে হয়ে পড়েন বেহুশ।
বিজ্ঞাপন
অভিনেতা জয়নাল জ্যাক সংবাদমাধ্যমকে বলেন, ‘গতকাল রাতেও সুস্থ ছিলেন ফারহান। বাসায় বোনের সঙ্গে কথা বলছিলেন আর পরিচালক রুবেল আনুশের নাটকের শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যত দূর শুনেছি, কথা বলতে বলতেই হঠাৎ বেহুঁশ হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতেই তাঁকে দেখতে গিয়েছিলাম। রাতে ধারণা করা হচ্ছিল, তাপমাত্রা কমে যাওয়ার কারণেই এই অসুস্থতা দেখা দিতে পারে।’
এদিকে পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে নয়টার দিকে ফারহান ভাই অসুস্থ হয়ে পড়েন। রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকেই সঙ্গে রয়েছি। ভাইয়ের পরিবারের সবাই রয়েছেন। ভর্তির পর জানতে পেরেছি, রাতেই প্রেশার ফল করার কারণে সমস্যা হয়। প্রেশার ৫০/৭০–এ নেমে এসেছিল। প্রেশার বাড়ছিল না। তবে সেই অবস্থা থেকে এখন কিছুটা ভালো।’
অভিনেতার বর্তমান অবস্থা জানিয়ে তিনি বলেন, ‘হঠাৎ করে কেন প্রেশার কমে গিয়েছিল, সেটা সব রিপোর্ট হাতে পেলেই সন্ধ্যায় চিকিৎসকেরা জানাবেন। বর্তমান শারীরিক অবস্থার কারণে ফারহানকে এইচডিইউতে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষেই কেবিনে আনা হবে। তখন বিস্তারিত বলা যাবে।’