রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তাহসান রোজার ভাইরাল ছবিগুলোর নেপথ্যের কারণ জানা গেল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

তাহসান রোজার ভাইরাল ছবিগুলোর নেপথ্যের কারণ জানা গেল 

সাত সকালে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর ভাইরাল। যদিও খবরটি অস্বীকার করছেন গায়ক। 

সেইসঙ্গে জানা গেছে রোজার সঙ্গে তাহসানের ভাইরাল ছবিগুলো গায়ে হলুদের। সংবাদমাধ্যমকে সূত্র জানিয়েছে, পারিবারিক সদস্যদের নিয়ে গায়ে হলুদ সম্পন্ন হয়েছে তাহসান-রোজার। আজ শনিবার সন্ধ্যায় হবে বিয়ের আয়োজন।


বিজ্ঞাপন


এদিকে তাহসানও আজ সন্ধ্যায় বিস্তারিত জানাবেন উল্লেখ করে বলেছেন, ‘এখনও বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’

472236772_1940139539807764_3657213302590036845_n

রোজা পেশায় একজন মেকওভার আর্টিস্ট। ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। তার মেকআপে দ্যুতি ছড়িয়েছেন শোবিজের নায়িকারাও। 

472235051_1940139456474439_816322103301100931_n


বিজ্ঞাপন


রোজার যাত্রা শুরু ২০১৭ সালে ছাত্রী থাকাকালীন বরিশাল থেকে। অল্পদিনেই দেশজুড়ে পরিচিতি লাভ করেন। তার ভিডিওগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে। মেকওভারের ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে তার।

রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। সামাজিক মাধ্যমে তার অনুসারী প্রায় এক মিলিয়ন। 

প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামে এক কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর ফেসবুক পেজ থেকে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর