বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হলিউড ব্যর্থ, দর্শক ফেরাচ্ছে ‘প্রিয় মালতী’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

হলিউড ব্যর্থ, হলে দর্শক ফেরাচ্ছে ‘প্রিয় মালতী’

সার্বিক পরিস্থিতির কারণে হল বিমুখ দর্শক। হলিউডের সিনেমাও ফেরাতে পারছিল না তাদের। সেসময় আশার আলো জ্বালল মেহজাবীন চৌধুরীর ‘প্রিয় মালতী’। মুক্তির দিন দশেক কেটে গেলেও আবেদন হারায়নি। উল্টো দ্বিগুণ সংখ্যক শো বাড়ছে। 

সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। বর্তমানে স্টার সিনেপ্লেক্সের ৫ শাখায় ৮টি করে শো চলছে। জানা গেছে আগামী শুক্রবার থেকে ১৬টি করে শো চলবে ছবিটির। 


বিজ্ঞাপন


এরমধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দুটি শো, চট্টগ্রামের বালি আর্কেডে দুটি, এসকে এস টাওয়ার মহাখালী শাখায় দুটি শো চলবে। সনি স্কয়ার মিরপুরে শো বেড়ে চলবে চারটি, মিলিটারি মিউজিয়াম তিনটি এবং সীমান্ত সম্ভারে চলবে তিনটি শো।

‘প্রিয় মালতী’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। গল্পও শঙ্খ দাসগুপ্তর। চিত্রনাট্যে তার সঙ্গে হাত লাগিয়েছেন আবু সাঈদ রানা। এতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর