রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনন্য মামুনের ‘দানব’-এ শরিফুল রাজ!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

অনন্য মামুনের ‘দানব’-এ শরিফুল রাজ!

‘দরদ’ মুক্তির মাস দেড়েক পর নতুন ছবির ঘোষণা দিলেন অনন্য মামুন। নাম ‘দানব’। সামাজিক মাধ্যমে মামুন তার নতুন এ ছবির নাম ঘোষণা করছেন।

আজ সোমবার নিজের ফেসবুকে একটি পোস্টার শেয়ার করেন মামুন। পোস্টারে স্পষ্ট মারকাটারি সিনেমা হবে এটি। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। মামুন জানিয়েছেন শিগগিরই আসছে। 


বিজ্ঞাপন


তবে নতুন সিনেমাটিতে কারা থাকছেন তা জানাননি মামুন। এদিকে গুঞ্জন উঠেছে মামুনের নতুন সিনেমায় থাকছেন শরিফুল রাজ। বিশ্বস্ত এক সুত্র জানিয়েছে ছবিটি নিয়ে রাজের সঙ্গে মিটিংও হয়েছে পরিচালকের। শিগগিরই শুটিং শুরু হবে এ ছবির।

তবে বিষয়টি নিয়ে অনন্য মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে। পরে হোয়াটসঅ্যাপে জানান মিটিংয়ে আছেন তিনি। 

অনন্য মামুনের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দরদ’। ১৫ নভেম্বর মুক্তি পায় সিনেমা হলে। সাইকো থ্রিলার গল্পের সিনেমা ছিল এটি। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান।

আরও ছিলেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় ছিলেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর