মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এখন কেমন আছেন অঞ্জনা— জানালেন ছেলে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

এখন কেমন আছেন অঞ্জনা— জানালেন ছেলে

জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান অসুস্থ। দেশের একটি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে। গতকাল রোববার অবস্থা সংকটাপন্ন শোনা গেলেও বর্তমানে আগের চেয়ে ভালো আছেন বলে ঢাকা মেইলকে জানান অভিনেত্রীর ছেলে নিশাত রহমান মনি।

তিনি বলেন, ‘মায়ের অবস্থা আগের ভালো। ইনফেকশনটা সারা শরীরে ছড়িয়ে গেছে। সম্পূর্ণ সুস্থ হতে আরও ১০ দিনের মতো সময় লাগবে। মায়ের কাছে আমি আছি। আমার বোন জামাই কামরুল আলম রিপন সব দেখাশোনা করছেন। আপনারা দোয়া করবেন মা যেন শিগগির সুস্থ হয়ে ওঠেন।’


বিজ্ঞাপন


চলতি মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। তবে অসুস্থতার কথা অঞ্জনা জানাতে চাননি।

এ নিয়ে সংবাদমাধ্যমকে অঞ্জনাপুত্র বলেছিলেন, ‘আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি।’

ঢালিউডে অঞ্জনার পথচলা শুরু ১৯৭৬ সালে। ‘দস্যু বনহুর’ নামের একটি সিনেমার মাধ্যমে খুলেছিলেন ক্যারিয়ারের খাতা। আর পেছনে তাকাতে হয়নি। সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। দুই বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিন শতাধিক সিনেমা রয়েছে তার। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর