শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রতারিত সানি লিওন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

প্রতারিত সানি লিওন
আবেদনময়ী সানি লিওন । ছবি: ফেসবুক

সানি লিওনের শরীরী হিল্লোলে কাবু হননি, এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তবে যারা বলিউড সম্পর্কে খোঁজ-খবর রাখেন না, তাদের কথা ভিন্ন। অসংখ্য পুরুষের বুকে কাঁপন তোলা এই বলিউড সুন্দরী হয়েছেন প্রতারণার শিকার। এক টুইটার পোস্টে এমন তথ্য জানিয়েছেন তিনি। 

সানি অভিযোগ করেন, কে বা কারা তার প্যান কার্ড ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়েছেন। কীভাবে প্রতারক এটা করেছেন সেটাও জানেন না তিনি। একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও সমাধান চাইলে কোনো সহযোগিতা পাননি বলে দাবি করেন। 


বিজ্ঞাপন


Sunney Leone
সানি লিওন । ছবি: ফেসবুক

তবে কিছুক্ষণ পর টুইট মুছে ফেলেন সানি। তার টুইট দেখে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান নিজ থেকেই সমস্যাটি সমাধান করে দেয়। সেজন্য টুইট পোস্ট মুছে ফেলেন তিনি।  

Sunney Leone
সানি লিওন । ছবি: ফেসবুক

তবে তাদের ধন্যবাদ জানাতে ভুল করেননি এ অভিনেত্রী। আরেকটি টুইটে সানি লিখেছেন, ‘এত সহজে পুরো সমস্যার সমাধান করার জন্য এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে নজর রাখার জন্য ধন্যবাদ। আমি জানি, ভবিষ্যতে অন্যদেরও এমন সমস্যা এড়িয়ে যেতে আপনারা একইভাবে সাহায্য করবেন।’


বিজ্ঞাপন


Sunney Leone
সানি লিওন । ছবি: ফেসবুক

সানির এই অভিযোগের পর আরও অনেকে তাকে ট্যাগ করে জানান, তারাও এমন প্রতারণার শিকার হয়েছেন। তারমধ্যে একজন লিখেছেন, ‘আমি সব জায়গায় অভিযোগ জানিয়েছি। সাইবার ক্রাইম, কনজিউমার ফোরামের হেড অফিসেও গিয়েছি। কিন্তু কোনো সুরাহা হয়নি। আমাকে ফোন করে ঋণ পরিশোধ করার কথা বলা হয়েছে, যা আমি নিইনি। দয়া করে আমাকে সাহায্য করুন।’

ওই ব্যক্তির টুইট সানি গুরুত্ব সহকারে পড়েন। তারপর তাকে সাহায্য করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে রিটুইট করেন এ অভিনেত্রী।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর