শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

আর্মি স্টেডিয়াম মাতাবেন জেমস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২২, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

আর্মি স্টেডিয়াম মাতাবেন জেমস
আরও গান পরিবেশন করবেন কোক স্টুডিও বাংলার নিয়মিত শিল্পীদের মধ্যে শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়সহ আরও অনেকে। 

নভেম্বরে বসছে ফুটবলের বিশ্বকাপ আসর। রীতি অনুসারে বিভিন্ন দেশে ভ্রমণ করে বেড়াচ্ছে বিশ্বকাপের ট্রফিটি। সেই ধারাবাহিকতায় আগামী জুন মাসের ৮ তারিখে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি। আর এখানে অবস্থান করবে ৩৬ ঘণ্টা।


বিজ্ঞাপন


এ উপলক্ষে ঢাকার আর্মি স্টেডিয়ামে ৯ জুন কোক স্টুডিও কনসার্টের আয়োজন করেছে। কনসার্টে গাইবেন নগর বাউল জেমস। এ ছাড়াও থাকবেন ওয়ারফেজ, নেমেসিস ও লালল ব্যান্ড। আরও গান পরিবেশন করবেন কোক স্টুডিও বাংলার নিয়মিত শিল্পীদের মধ্যে শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়সহ আরও অনেকে। আয়োজন চলবে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত। আয়োজনে দর্শকরা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন।

কোকা-কোলা বাংলাদেশ জানিয়েছে, ফিফা স্পেশাল কোকা-কোলার বোতলের লেবেল খুলে কিউআর কোড মোবাইল ফোনে স্ক্যান করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য ও বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন্য ৪০০, ৫০০ ও ৬০০ মিলিলিটারের তিনটি ভিন্ন বোতল থেকে পাওয়া তিনটি ইউনিক কোড অথবা এক লিটার এবং ১.২৫ লিটারের দুটি ভিন্ন বোতল থেকে পাওয়া দুটি ইউনিক কোড দিতে হবে। নিবন্ধন হয়ে গেলেই অনলাইনে মিলবে কনসার্ট দেখার পাস।

/আরএসও/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর