‘পুষ্পা ২’ শুধু সফলতাই দেয়নি আল্লু অর্জুনকে। দিয়েছে বিড়ম্বনাও। এরইমধ্যে জেলে যেতে হয়েছে। শোনা যাচ্ছে ফের নাকি হাতকড়া ঘাড়ের ওপর গরম নিশ্বাস ফেলছে। এবার আরও গুঞ্জন। ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে এসে পদপিষ্ট নারীর মৃত্যু সংবাদ শুনে নাকি হেসেছিলেন আল্লু।
আল্লু অর্জুনের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তার দাবি, পদপিষ্ট মহিলার মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, “এবার সিনেমা হিট।”
বিজ্ঞাপন
এবার মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিতে সংবাদসম্মেলন করেছেন আল্লু অর্জুন। তার কথায়, “যা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সত্যি বলছি, কারও দোষ নয়। আমি এখানে কাউকে দোষ দিতে আসিনি। সরকার নয়, পুলিশ নয়। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ সহযোগিতা করার জন্য।”
আরও বলেন, “শুধু এটুকু জানিয়ে রাখতে চাই যে আমি এমন কিছুই বলিনি। দয়া করে আমায় জাজ করবেন না। দয়া করে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না। এটা আমার বিনীত অনুরোধ, আমি এরকম মানুষ নই। এখানে কুড়ি বছর ধরে রয়েছি। আমার একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে, আর সেটা যখন রাতারাতি ধ্বংস হয়ে গিয়েছে, একটা বিকেলের মধ্যে। এত বছর ধরে আমি এই সম্মান অর্জন করেছি, ২১-২২ বছরের কাজ, আর একরাতের মধ্যেই যখন সেটা নষ্ট হয়ে যায়, সেটা মন ভেঙে দেয়। আমি শুধু এখানে মানুষ এবং সমস্ত সম্মানীয় ব্যক্তিকে এটা বলতে এসেছি যে দয়া করে আমাকে দোষারোপ করবেন না। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত বক্তব্য। কারও বিরুদ্ধে দোষারোপ নয়।”
আল্লু বলেন, “আমার জীবনের তিনটি বছর এই সিনেমাকে (পুষ্পা ২) দিয়েছি। এটা আমার কাছে সবকিছু, আর আমি সিনেমা হলে ছবিটা দেখতে গিয়েছিলাম। এই হলেই ২০-৩০ বার গেছি। আমি দায়িত্বহীনের মতো আচরণ করেছি সেটা একেবারেই ঠিক নয়। সিনেমা হল কর্তৃপক্ষ জ্ঞাতসারেই আমি সেখানে গেছি, পুলিশ সেখানে ছিল, ভিড় সরাচ্ছিল আমি তাদের দেখানো পথেই যাচ্ছিলাম। যদি তারা বলতেন যে স্যার অনুমতি নেই আপনি ফিরে যান, আমি আইনের মেনে চলা নাগরিক, তখনই ফিরে যেতাম। সেটা বলা হয়নি। আমরা ভেতরে যাই, অনেক মানুষ ছিলেন। কোনো রোড শো হয়নি, কোনো মিছিল নয়, এটা শুধু সিনেমা হলের বাইরের ভিড়, আমি শুধু হাত নাড়িয়ে অভিবাদন জানিয়েছিলাম। কারণ শয়ে শয়ে মানুষ এসেছিলেন, এটা তাদের সম্মান জানানোর জন্য। তাও শুধু যখন গাড়ি আটকে গিয়েছিল। কারণ পুলিশ, নিরাপত্তারক্ষীরাই বলেন, যে হাত নাড়িয়ে অভিবাদন জানালেন জনতা শান্ত হবেন। সমস্ত তারকা, নেতাদের ক্ষেত্রে এটা হয়। ওরা রাস্তা ছেড়ে দেন, আমি সিনেমা হলে যাই।”
নারীর মৃত্যু, তার শিশুর জখম হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। উল্লেখ করে আল্লু জানান, খবর পাওয়া মাত্রই তার লোকজন শিশুর কাছে গেছে। খোঁজখবর নিয়েছে। কিন্তু পরদিনই জানতে পারেন তার বিরুদ্ধে মামলা হয়েছে। আইনি কারণে শিশুকে দেখতে যেতে পারেননি বলেই জানান তারকা। তাছাড়া তিনি গেলে হাসপাতালের সামনে ভিড়ও হয়েছে যাবে। আবেগের সুরে তারকা বলেন, ‘আমারও তো ওই বয়সের ছেলে রয়েছে…।’
বিজ্ঞাপন
‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী ১৫০০ কোটির ঘর পেরিয়েছে কবেই। একে একে ভেঙেছে রেকর্ড। এখনও সিনেমা হলে ছুটছে লাগাম ছাড়া পাগলা ঘোড়ার মতো। গতকাল শুক্রবারেও ভারতব্যাপীও হাজার কোটির ঘর ছুঁয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সিনেমাটি।