মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পর্নকাণ্ডে শিল্পা শেঠির নাম, রেগে আগুন অভিনেত্রীর স্বামী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ এএম

শেয়ার করুন:

পর্নকাণ্ডে শিল্পা শেঠির নাম, রেগে আগুন অভিনেত্রীর স্বামী

বছর কয়েক আগে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার নাম ওঠে পর্নকাণ্ডে। গ্রেফতারও হন তিনি। সেসব অতীত। তবে ‘পর্ন কিং’ তকমা যেন গায়ে সেটে গেছে চিরকালের জন্য। এখনও সে খোঁচা সইতে হয়। ছাড় পান না শিল্পাও। স্বামী দোষে দোষী হয়ে মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চের জিজ্ঞাসাবাদের পাল্লায় পড়তে হয়েছিল। 

আজও চারপাশ থেকে অভিযোগের তীর ধেয়ে আসতে থাকে শিল্পার দিকে। যা স্বামী হিসেবে হজম করতে পারেননি রাজ। চটেছেন তিনি। সম্প্রতি জীবনের এই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খোলার পাশাপাশি প্রকাশ করেছেন ক্ষোভ। 


বিজ্ঞাপন


thumb_9984

পর্নকাণ্ডে শিল্পার নাম যোগ করতেই ভারতীয় সংবাদমাধ্যমকে রাজ বলেন, ‘শিল্পা নিজের পরিশ্রমে খ্যাতি অর্জন করেছে। আর আপনারা আমার বিতর্কে ওর নাম জড়িয়েছেন। কেন? ক্লিকবেট পেয়েছেন? ভিউয়ের জন্য ওর খ্যাতি নষ্ট করছেন। কেন ওঁকে জড়াচ্ছেন। শুধু ওর স্বামী বলে...!’

শিল্পার স্বামীর দাবি, তিনি কস্মিনকালে কোনো পর্ন ফিল্ম-ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন না। নিজের বক্তব্য সিবিআইকেও জানিয়েছেন শিল্পী শেট্টির স্বামী। আপাতত বেকসুর খালাস হওয়ার জন্য আইনি লড়াই লড়ছেন বলেও জানান।  

shilpa-shetty-raj-kundra


বিজ্ঞাপন


২০২০ সালে পর্নকাণ্ডে অভিযুক্ত হয়ে গ্রেফতার হন তার রাজ কুন্দ্রা। দুই মাসের বেশি সময় কাটান কারাগারে। জেল-জীবন বলতে গেলে বিভীষিকাময় ছিল রাজের জন্য। এখনও চলছে মামলা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর