শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাইকেল জ্যাকসনের ১২টি অপ্রকাশিত গান উদ্ধার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

মাইকেল জ্যাকসনের ১২টি অপ্রকাশিত গান উদ্ধার 

পপ সম্রাট মাইকেল জ্যাকসন নেই অনেক বছর হয়ে গেল। তবে শারীরিকভাবে না থাকলেও অনুরাগীদের হৃদয়ে আজও রাজত্বটা আগের মতোই রয়েছে তার। নতুন খবর হলো এ গায়কের অপ্রকাশিত ১২ গান উদ্ধার করা হয়েছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে বিষয়টি।

সম্প্রতি 'কিং অব পপ'খ্যাত মাইকেল জ্যাকসনের অনেকগুলো ক্যাসেট খুঁজে পেয়েছেন ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের সাবেক কর্মকর্তা গ্রেগ মাসগ্রোভ (৫৬)। সেখানেই পাওয়া যায় অপ্রকাশিত ১২ গান।  


বিজ্ঞাপন


জানা গেছে ১৯৮৯ থেকে ১৯৯১ সালের মধ্যে রেকর্ড করা হয়েছিল গানগুলো। 'ডেঞ্জারাস' অ্যালবামের আগের গান এগুলো। এরইমধ্যে গ্রেগ মুসগ্রোভ মাইকেল জ্যাকসনের এস্টেটের সঙ্গে যোগাযোগ করেন। 

maikel_20230919_174940108

তবে এস্টেট বলছে অন্য কথা। তারা জানিয়েছে, এই ক্যাসেট কপির মালিক তারা নয় তবে মূল মাস্টার রেকর্ডিংগুলোর স্বত্ব তাদের কাছে সংরক্ষিত রয়েছে। ফলে গানগুলো জনসমক্ষে প্রকাশ করা আইনি জটিলতার মুখে পড়েছে।

এদিকে মুসগ্রোভ গানগুলো নিয়ে ভাবছেন। তার সহকারীরা এরমধ্যে চারটি অ্যালবাম নিলামে তোলার চিন্তা করছে। যার দাম ছুঁতে পারে আকাশ। ধারণা করা হচ্ছে এর মূল্য সাত অংকের হতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর