শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইন্ডিয়া নাইট: সৌদি আরব-ভারত সিনেমার সম্পর্ক উদযাপন

আলমগীর কবির, জেদ্দা, সৌদি আরব থেকে
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

ইন্ডিয়া নাইট: সৌদি আরব-ভারত সিনেমার সম্পর্ক উদযাপন

প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শেখর কাপূর সৌদি সিনেমার উত্থানকে প্রশংসা করে বলেছেন, বলিউড এবং সৌদি আরবের নবাগত চলচ্চিত্র শিল্প একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে উপকৃত হতে পারে। এই ইভেন্টটি জেদ্দায় ভারতীয় কনস্যুলেট জেনারেল দ্বারা আয়োজিত হয়েছিল এবং এটি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে ভারতের সৌদি আরবের সঙ্গে সিনেমা সংক্রান্ত অংশীদারিত্বকে সম্মান জানায়।

শেখর কাপুর ‘হোয়াট’স লাভ গট টু ডু উইথ ইট’ ছবির পরিচালক। যিনি ১৯৯৮ সালে হলিউড তারকা কেট ব্ল্যানচেটকে ‘এলিজাবেথ’ ছবিতে তার ব্রেকআউট চরিত্রে পরিচালনা করেছিলেন, তিনি জেদ্দায় “ইন্ডিয়া নাইট” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাপূর, যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক, ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন।


বিজ্ঞাপন


এই অনুষ্ঠানে একমাত্র বাংলাদেশি হিসাবে দাওয়াত পাওয়ার সুযোগ হয়েছিল আমার। জেদ্দার রিটস-কার্লটন হোটেলের দ্বিতীয় তলার লবিতে সবার নাম নিবন্ধন খাতায় দেখে দেখে ভেতরে প্রবেশ করানো হচ্ছিল। আলমগীর কবির, ঢাকা মেইল, বাংলাদেশ দেখার পর জেদ্দার ভারতের কনস্যুলেট জেনারেল ফাহাদ আহমেদ খান সূরি নিজেই এগিয়ে আসলেন। প্রথমেই জানতে চাইলেন আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা। তারপর তিনি পরিচয় করিয়ে দিলেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শেখর কাপূরের সঙ্গে। যার সঙ্গে এর আগেও আমার একবার দেখা হয়েছিল। আমিই মনে করিয়ে দিলাম সেই কথা। তারপর উভয়েই বাংলাদেশ সম্পর্কে অনেক কথা জানতে চেয়েছেন। বলেছি, আপনাদের পাশের দেশ, সরাসরি গিয়ে দেখে আসলে সবাই আপনাদেরকে স্বাগত জানাবেন। 

akb

কনস্যুলেট, ভারতীয় মন্ত্রণালয় এবং জাতীয় কর্পোরেশন একত্রে রেড সি সুক এলাকায় একটি "ইন্ডিয়া প্যাভিলিয়ন" স্থাপন করেছে, যা ১৪ ডিসেম্বর পর্যন্ত চলমান চলচ্চিত্র উৎসবের অংশ।

এই সপ্তাহে অনুষ্ঠিত একটি সংবর্ধনায় ভারতীয় কনস্যুলেট জেনারেল ফাহাদ আহমেদ খান সূরি বলেছেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা “বিশাল এবং প্রতিশ্রুতিময়।” তিনি আরও বলেন, “ভারত এবং সৌদি আরবের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক বেশ কিছু বছর ধরে শক্তিশালী হয়েছে, এবং সিনেমা, যা গল্প বলার একটি শক্তিশালী মাধ্যম, এই সংযোগকে আরও গভীর করেছে।”


বিজ্ঞাপন


কাপূর একইসাথে আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব অডিও ভিজ্যুয়াল ও বিনোদন সম্মেলনের বিষয়ে কথা বলেছেন এবং সৌদি আরবসহ অন্যান্য দেশের চলচ্চিত্র শিল্পের সদস্যদের এতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

kabir

এই অনুষ্ঠানে ভারতের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শন ছিল, যেখানে জেদ্দায় ভারতীয় সম্প্রদায়ের শিল্পীরা ভারতীয় শাস্ত্রীয় এবং চলচ্চিত্র নৃত্য পরিবেশন করেন, এবং ভারতীয় শিল্পীরা জনপ্রিয় ভারতীয় সিনেমার সুরে পরিবেশন করেন।

ডিপ্লোম্যাটিক কমিউনিটির সদস্য, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, পরিচালক এবং রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর