শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাক্ষাৎকার

২০২৫ হবে আমার ব্যস্ততম বছর: তমা মির্জা 

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

২০২৫ হবে আমার ব্যস্ততম বছর: তমা মির্জা 
শেষ ভালো যার সব ভালো তার— প্রচলিত বচন সত্য হয়ে ধরা দিচ্ছে জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জার বেলায়। কেননা সূর্যকে পৃথিবী যখন আরও একবার প্রদক্ষিণ সম্পন্ন করছে তখন খবর আসে ফের বড় পর্দায় তমা। গতকাল রোববার ‘দাগি’ সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারে সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন। অনেকেই নিশ্চিত এবারও দর্শকের মনে দাগ কাটবেন ‘সুড়ঙ্গে’র ময়না। বিদায়ী বছরের খেরোর খাতায় চোখ বুলানোর পাশাপাশি ‘দাগি’ নিয়ে ঢাকা মেইলের কাছে মনের আগল খুলেছিলেন তমা। 

‘দাগি’র ঘোষণা এলো। সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। আপনাকে দেখে মুগ্ধ নেটিজেনরা। এই আলোচনা ও প্রশংসা কি চাপ বাড়িয়ে দিচ্ছে? 


বিজ্ঞাপন


চাপ বাড়িয়ে দিচ্ছে না। কাজ কাজের গতিতে চলবে। ভালো করার চেষ্টা থাকবে। ঈদের বেশি দিন নেই। এখন প্রস্তুতির সময়। অপেক্ষায় আছি কবে হলে সিনেমাটি আসবে এবং দেখার পর দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে।

440115029_2109760746045774_1447713733872922468_n

‘সুড়ঙ্গে’র দুই বছর পর বড়পর্দায় আসছেন। এই বিলম্ব কেন? 

নিজে থেকেই কাজ করিনি। যে ধরনের প্রজেক্ট করতে চাই সেরকম প্রজেক্ট হাতে আসেনি। যেগুলো এসেছে সেগুলোর গল্প মিললে মনে হয়েছে অন্যান্য জিনিস মিলছে না, অন্যান্য জিনিস মিললে হয়তো প্রোডাকশন হাউজের সঙ্গে মিলছে না। সে কারণে করা হয়নি। এই প্রজেক্ট (দাগি) সবদিক থেকে উপযুক্ত মনে হয়েছে। এছাড়া মাঝখানে যেসব প্রজেক্ট নিয়ে কথা হয়েছে সেগুলোর ঘোষণা যখন আসবে তখন জানবেন।


বিজ্ঞাপন


আসছে বছর একগুচ্ছ কাজ আসছে আপনার?

হ্যাঁ, আগেই বলেছি ২০২৪ -এ বেছে বেছে কাজ করব যেগুলো পঁচিশে আসবে। সেটাই হচ্ছে। এ বছর যেসব কাজে চুক্তিবদ্ধ হয়েছি সেসবের কয়েকটির শুটিং শেষ হয়েছে। আগামী বছর আসবে। এছাড়া আগামী বছর যেগুলোর শুটিং শেষ হবে যেগুলোও হয়তো সে বছরই আসবে। ২০২৪ -এ পরিকল্পনানুযায়ী কাজ করেছি। ওই জায়গা থেকে হতাশার সুযোগ নেই। 

mir

২০২৪ যাই যাই করছে। কেমন কেটেছে? 

অনেক ভালো কেটেছে। তবে আমাদের দেশে রাজনৈতিক ঘটনা ঘটেছে। সেগুলো পরিবর্তনের প্রয়োজনে হয়েছে। প্রাকৃতিক দুর্যোগও এসেছিল। কাজের ক্ষেত্রে এগুলো বেশ প্রভাব ফেলেছে। ব্যক্তিগত জীবনে তেমন না। তবে হ্যাঁ, অনেক প্রাণহানি হয়েছে যার প্রভাব আমার ওপর পড়েছে। এর বাইরে বছরটি বেশ ভালো গেছে। আশা করি আসছে বছরও ভালো যাবে।

এমন কোনো অভিজ্ঞতা কি হয়েছে যা থেকে প্রাপ্ত শিক্ষা নতুন বছর পথ চলতে কাজে লাগবে? 

আমি মনে করি যেকোনো ক্ষেত্রে ধৈর্য রাখা উচিত। তাড়াহুড়া করা এবং অল্পতে হতাশ হওয়া উচিত না। এ উপলব্ধি আমার অনেক আগেই হয়েছে। সেকারণে ব্যক্তিগত ও পেশাগত জীবন সেভাবেই নিয়ন্ত্রণ করি। ওই জায়গা থেকে কোনো কিছু নিয়ে অনুশোচনা নেই। 

414410885_2032915617063621_5027172671743805680_n

২০২৫ কেমন যাবে বলে মনে হচ্ছে? 

অনেকগুলো কাজ আসছে। কয়েকটার ঘোষণা এসেছে। বাকিগুলোর আসেনি। এরমধ্যে কোনোটার শুটিং চলছে। কয়েকটার শেষ। ‘দাগি’র যেমন আগেই ঘোষণা এসেছে। কিছু আছে কাজ শেষে ঘোষণা আসবে। সব মিলিয়ে ২৫ আমার অন্যতম ব্যস্ততম বছর হতে যাচ্ছে।

‘সুড়ঙ্গে’র সময় শাকিব খান হলে ছিলেন ‘প্রিয়তমা’ নিয়ে। সব ঠিক থাকলে ‘দাগি’ আর ‘বরবাদ’ মুখোমুখি হচ্ছে। ফের প্রতিদ্বন্দ্বিতা? 

প্রতিদ্বন্দ্বিতার কিছু নেই। আমরা এক ইন্ডাস্ট্রিতে কাজ করি। বিভিন্ন প্রযোজকের সঙ্গে, নায়কের সঙ্গে কাজ করব। নায়কেরা বিভিন্ন নায়িকার সঙ্গে কাজ করবে। বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ হবে। তবে দিনশেষে আমরা এক পরিবারের। ওই জায়গা থেকে প্রতিযোগিতার কিছু নেই। বরং আনন্দের। কেননা এক ঈদে ভালো ভালো প্রোডাকশন হাউজ থেকে ভালো ভালো আর্টিস্টের সিনেমা আসছে। দর্শক ভালো কিছু পাবেন। 

343813363_2753882558080672_4992553431060167598_n

বিয়ে-শাদি নিয়ে কী ভাবছেন? 

না, বিয়েশাদি নিয়ে নিয়ে এখনও কোনো পরিকল্পনা নেই। কাজ নিয়েই ভাবতে চাই। 

‘দাগি’ নিয়ে আপনার প্রত্যাশা কী? 

‘দাগি’ আলাদা ধরনের গল্প। এটা শুধু বলার জন্য না। দর্শক যখন হলে গিয়ে সিনেমাটা দেখবেন তখন বুঝবেন প্রকল্পটি আসলেই আলাদা। আমার মনে হয় বিভিন্ন ধরনের গল্প দেখতে দর্শক পছন্দ করেন। আশেপাশের দেশগুলোতেও ভিন্ন ভিন্ন গল্প নিয়ে কাজ হচ্ছে। দর্শকও পছন্দ করছেন। সেগুলো ব্যবসা সফলও হচ্ছে। আমাদের গল্পেও দর্শক ভিন্ন ধরনের স্বাদ পাবেন বলে আশা করছি। 

আরআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর