বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

আল্লু অর্জুন বাদ, বিজয়কে নিয়ে ‘পুষ্পা ৩’!  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

আল্লু অর্জুন বাদ, বিজয়কে নিয়ে ‘পুষ্পা ৩’!  

‘পুষ্পা’ সিনেমা দিয়ে দক্ষিণী চলচ্চিত্রাঙ্গন থেকে আল্লু অর্জুনের খ্যাতি ছড়ায় গোটা উপমহাদেশে। ফলস্বরুপ সুপারস্টার তকমা লাগে গায়। ছবিটি দর্শকের মাঝে ছড়িয়ে দিতে এ অভিনেতার ভূমিকাও কম না। 

আজ মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’। আল্লু এখানেও বাজিমাত করেছেন বলে সামাজিক মাধ্যমে চর্চা চলছে। গুঞ্জন উঠেছে এবার নাকি সেই আল্লু-ই বাদ পড়ছেন ছবিটির তৃতীয় কিস্তি থেকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বিজ্ঞাপন


আগেই জানা গিয়েছিল ‘পুষ্পা ৩’ আসতে চলেছে। রাশমিকাও দিয়েছিলেন এরকম ইঙ্গিত। এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হলো বিজয় দেবেরাকোন্ডার একটি টুইট। সেখানে জানা গেল, পুষ্পা ৩- এ রয়েছেন তিনি! 

স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন, নতুন সিক্যুয়েলে কি বাদ পড়বেন আল্লু অর্জুন? তার জায়গাতেই কি আসছেন বিজয়? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রেখেছেন পুষ্পা টিম। তবে বিজয় যে পুষ্পা ৩ ছবির কাণ্ডারী হবেন তা কিন্তু একেবারেই স্পষ্ট।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর