বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

পর্দায় নগ্ন দেখে এই অভিনেত্রীকে যা বলেছিলেন তার মা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

পর্দায় নগ্ন দেখে এই অভিনেত্রীকে যা বলেছিলেন তার মা 

চলতি বছর যে সিনেমাগুলো আলোচনার জন্ম দিয়েছে সেগুলোর একটি ‘দ্য সাবস্ট্যান্স’। এ ছবির কারণে আলোচনায় আসেন অভিনেত্রী মার্গারেট কোয়ালি। একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন দেখা যায় তাকে। সে দৃশ্য দেখে মা কী বলেছিলেন— পিপলডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্গারেট।

তিনি বলেন, ‘মা প্রিমিয়ারে ছিলেন। তিনি বলেছিলেন, “এই সিনেমা তো আমার বন্ধুরা দেখতে পারবে না, আমার বোনেরাও দেখতে পারবে না। কেউই আসলে এটা দেখতে পারবে না।”’


বিজ্ঞাপন


prothomalo-bangla_2024-12-04_y9v3pvyb_MV5BNmU1ZDVhY2EtYWQwNC00NTUzLWJmZTYtYmY1OTgzYTM3MjM0XkEyXkFqcGc___V1_

ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মার্গারেট। প্রিমিয়ারে হাজির হয়েছিলেন তার মা অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল। সেখানেই ছবিটি দেখার পর এমন মন্তব্য করেছেন তার মা।ছবিটি নিয়ে মজা করে এ অভিনেত্রী বলেন, ‘আমাদের পরিবারের জন্য এটা খুব কঠিন বছর।’

‘দ্য সাবস্ট্যান্স’-এ আরও অভিনয় করেছেন ডেমি মুর। ডেমির সঙ্গে অভিনয় মার্গারেটের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। পর্দায় নগ্ন হওয়া নিয়েও কোনো সমস্যা বোধ করেননি। শুধু মায়ের পাশে বসে দেখতে অস্বস্তি বলে জানান অভিনেত্রী। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর