কথায় আছে— যায় দিন ভালো আসে দিন খারাপ। বলিউড তারকা সালমান খানের বেলায় সত্যি হয়ে ধরা দিচ্ছে কথাটি। এতদিন উড়ো চিঠিতে হুমকি ধামকি এসেছে। এবার শুটিং ফ্লোরে স্বশরীরে এসে প্রাণনাশের হুমকি দেওয়া হলো তাকে। এ ঘটনায় ২৬ বছরের এক যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন শুটিংস্পটে হুমকি দেওয়া সেই ব্যক্তি নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে পারেননি। তখন দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। এ সময় নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোক বলেও দাবি করতে থাকেন।
এই ঘটনা নিয়ে অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি বলিউড ভাইজান। এদিকে, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, শিবাজি পার্কে চলা সালমান খানের শুটিং সেটে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহার করছিলেন শর্মা নামের ওই যুবক।
পুলিশ আরও জানায়, একজন গ্যাংস্টারের নাম নেওয়ার পরিণতি কী হতে পারে, সে হয়তো তা কল্পনাও করেনি।
বলে রাখা ভালো, সালমান ও লরেন্স বিষ্ণোইয়ের শত্রুতা কৃষ্ণসার হরিণ নিয়ে। তার ওপর এ সম্প্রদায়ের অভিযোগ, ১৯৯৮ সালে রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন ভাইজান।