সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিনেমা হল বন্ধ করে দিতে চান মালিকেরা! 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

শেয়ার করুন:

সিনেমা হল বন্ধ করে দিতে চান মালিকেরা! 

ঈদ মৌসুম ছাড়া হলে দর্শক টানতে পারছে না দেশের সিনেমাগুলো। গত মাসে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোও একইভাবে নিরাশ করেছে হল মালিকদের। শাকিব খানের ‘দরদ’ও এনে দিতে পারেনি লাভের গুড়। লোকসান দিতে দিতে ক্লান্ত সিনেমা হল মালিকেরা। হল চালু রাখবেন নাকি বন্ধ করে দেবেন— সিদ্ধান্ত চাইছেন প্রদর্শক সমিতির কাছে। বিষয়টি জানালেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস।

গেল মাসে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ব্যবসায়িক দিক থেকে কতটা সফল কিংবা দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্যতা অর্জন করল— বিষয়গুলো জানতে চাইলে সিনেমা হল বন্ধের বিষয়টি জানান সুদীপ্ত কুমার দাস। 


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘‘তুফানে’র পর হলে গত তিন-চার মাস ধরে কোনো ছবি নেই। ‘দরদ’ নিয়ে আশা ছিল সবার। বাকি ছবিগুলো নিয়ে কোনো আশাই ছিল না। আশা জাগার সুযোগও নেই। এগুলো মূলত সিনেপ্লেক্সগুলোতে সপ্তাহে দুটি-পাঁচটি শো চলে। এগুলো আদৌ কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে বানানো হয়েছে বলে মনে হয় না আমার। শেষ আশা ছিল ‘দরদ’ নিয়ে। সেটিও চরমভাবে হতাশ করেছে।’’

sudipto-kumar-das-20230126140918_(1)

সুদীপ্ত কুমার যোগ করেন, ‘‘সিনেপ্লেক্সের মালিকদের নিয়ে কদিন আগে একটি মিটিংয়ে বসেছিলাম। তারা বললেন, ‘কী করব আমরা। যেসব সিনেমা নিয়ে আশা নেই সেগুলো চালানোর অনুরোধ ফেলতেও পারি না, রাখতেও পারি না।’ কারণ হিসেবে যা জানালেন খুবই খারাপ অবস্থা তাতে। কেননা ঢাকায় স্টার সিনেপ্লেক্সের যতগুলো শাখা সবগুলো ভাড়ায় চলে। সেল হোক আর না হোক ভাড়া কিন্তু দিতে হবে। বিদ্যুৎ বিল, স্টাফদের বেতন হিসেবে বড় একটি অংক দিতেই হয়।’’  

আরও বলেন, ‘‘সবাই অন্ধকার দেখছেন। সামনে রোজার ঈদে যদি বড় কোনো ছবি আসে তাহলে সম্ভাবনা আছে। তার আগে কোনো সম্ভাবনা দেখছি না। হল মালিকেরা চাপ দিচ্ছেন আমাদের। তাদের কথা, একটা জেনারেল মিটিং ডেকে যেন সিদ্ধান্ত নেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশব্যাপী হল চালু থাকবে নাকি বন্ধ করা হবে। কারণ কোনো আশা ভরসা না থাকলে সিনেমা হল চালু রেখে কী হবে।’


বিজ্ঞাপন


সমিতির এ নেতা বলেন, ‘একটি নোটিশ দেব আমরা। ১৫-২০ ডিসেম্বরের মধ্যে মিটিং করে সিদ্ধান্ত নেব দেশব্যাপী সিনেমা হল চালু থাকবে নাকি বন্ধ করে দেব।’

গেল নভেম্বরে শাকিব খান অভিনীত ‘দরদ’ ছাড়াও মুক্তি পায় ‘রং ঢং’, ‘৩৬ ২৪ ৩৬’ ও ‘ভয়াল’ নামের তিন সিনেমা। এরমধ্যে ‘রং ঢং’ নির্মাণ করেছেন আহসান সারোয়ার। অভিনয় করছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ। ‘৩৬–২৪–৩৬’ নির্মাণ করেছেন রেজাউর রহমান। অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর