রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুক্তরাষ্ট্রে গ্রেফতার বোনের সঙ্গে সম্পর্ক নেই নার্গিস ফাখরির 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে গ্রেফতার বোনের সঙ্গে সম্পর্ক নেই নার্গিস ফাখরির 

বলিউড তারকা নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরির বিরুদ্ধে এসেছে প্রাক্তন প্রেমিককে জ্বালিয়ে মারার অভিযোগ। প্রেমিকাসহ প্রাক্তনকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, আলিয়ার জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে।

এদিকে এ বিষয়ে টু শব্দটি করছেন না নার্গিস। ঘনিষ্ঠ মহলের দাবি, নার্গিসের সঙ্গে তার বোনের নাকি গত ২০ বছর ধরে যোগাযোগ নেই। তিনি নিজেও নাকি বোনের গ্রেফতারের ঘটনা বাকিদের মতো খবর দেখে জানতে পারেন।


বিজ্ঞাপন


2024_12image_09_19_061128738nargis

আমেরিকার কুইনস এলাকার বাসিন্দা আলিয়া। তার প্রাক্তনের নাম এডওয়ার্ড জেকবস। তার বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন। অভিযোগ, দুজন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়।

এ হত্যার জন্য দায়ী করা হচ্ছে আলিয়াকে। স্থানীয়রাও দোষ দিচ্ছেন তার। একজন জানিয়েছেন, কথায় কথায় প্রাক্তনকে মেরে ফেলার হুমকি দিতেন আলিয়া। সে সময় তারা বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাসতেন। এবার ঘটনা ঘটনাতেই নড়েচড়ে বসেছেন তারা। প্রত্যক্ষদর্শীদের অনেকে সাক্ষী দিতেও সম্মত হয়েছেন আলিয়ার বিরুদ্ধে।
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর