রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাজী শুভর ‘ভাগ্যে আমার ভালোবাসা নাই’ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

কাজী শুভর ‘ভাগ্যে আমার ভালোবাসা নাই’ 

সম্প্রতি আই মিউজিক এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মিত হলো নতুন মিউজিক ভিডিও ‘ভাগ্যে আমার ভালোবাসা নাই’। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। ডিওপি হিসাবে ছিলেন হাফিজ। স্টিল ফটোগ্রাফিতে ছিলেন এ কে মামুন।

গাজীপুরের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন নাঈম ও এস কে আয়াত। চলচ্চিত্র নৃত্যপরিচালক রমজানের কোরিওগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন শাকিল আহমেদ।


বিজ্ঞাপন


608e232a-3813-427d-9e65-066988eb678e

সংগীতশিল্পী কাজী শুভ বলেন, ‘রোমান্টিক কথামালায় গানটি সাজানো হয়েছে। বছরের শেষ দিকে এসে দর্শকরা দারুণ একটি গান পেতে যাচ্ছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’

পরিচালক শাকিল আহমেদ বলেন, ‘এটি রোমান্টিক ঘরনার একটি মিউজিক ভিডিও। বড় আয়োজনে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, সকলের পছন্দ হবে।’

82394d88-d891-4964-b59b-a048dfea35ad


বিজ্ঞাপন


আই মিউজিক এন্টারটেইনমেন্টের ব্যানারে খুব শিগগিরই রোমান্টিক কথামালার এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে বলে জানা গেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর