গেল শনিবার সারাদিন অপেক্ষায় ছিলেন সানি লিওনের ভক্তরা। এদিন ভারতের হায়দরাবাদের অভিজাত শহরতলি জুবিলি হিলসের একটি নাইটক্লাবে নাচার কথা ছিল লাস্যময়ীর। কিন্তু দিন শেষে সানির কোমর দুলুনি ভাগ্যে জোটেনি অনুরাগীদের। কেননা সানির শো বাতিল করে দেয় ভারতীয় পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকাল সকাল হায়দরাবাদ পৌঁছান সানি লিওন। কিন্তু সন্ধ্যায় মঞ্চে ওঠার আগেই খবর আসে, শো বাতিল। তবে আয়োজকরা পুলিশি বাধার কথা চেপে গেছেন। কারণ হিসেবে নাইটক্লাবের বাইরে এক টিভির পর্দায় ফুটে ওঠে, সানির অসুস্থতার খবর। যেখানে লেখা ছিল, আচমকাই সানির শরীর খারাপ। তাই শো বাতিল।
বিজ্ঞাপন

তবে সূত্রের খবর, সুস্থই ছিলেন সানি। উল্টো শো বাতিল হওয়ায় কোনোধরনের ঝামেলা যেন না হয় সেজন্য রাত ১ টা পর্যন্ত নাইটক্লাবের বাইরেই হাজির ছিল প্রায় এক ডজন পুলিশ। তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি সানি।
গেল মাসে ১৩ বছর পূর্ণ হয় সানির দাম্পত্যজীবনের। এ উপলক্ষে স্বামী ড্যানিয়েলের গলায় ফের মালা পরান তিনি। সে বিয়ের আসরে তাদের তিন সন্তানও উপস্থিত ছিল। সন্তানদের বিয়ে নামক প্রতিষ্ঠানের সম্পর্কে এবং গুরুত্ব বোঝানোর কারণেই এমনটা করেন তারা।

