শুধু গানে নয়, সমসাময়িক ইস্যুতেও সরব কবীর সুমন। তার লেখায় উঠে আসে বাংলাদেশের কথাও। শেখ হাসিনার সরকারের পতন নিয়েও লিখেছিলেন দুই বাংলার জনপ্রিয় এ গায়ক। এবার তার কবিতায় উঠে এসেছে সীমান্তে বিএসএফের হাতে নির্মমভাবে নিহত কিশোরী ফেলানীর কথা।
কবীর সুমন লিখেছেন, ‘সীমান্তের কাঁটাতার-বেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেন, কিসের কার অবমাননা হচ্ছিল তখন?’
বিজ্ঞাপন
অন্য এক পোস্টে গায়ক লিখেছেন, ‘আকারে বড় দেশগুলো মনে করে তারা তাদের আকারে ছোট প্রতিবেশীদেশগুলোর মুরুব্বি। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে সে কিউবা, হাইতির বড়দা। পুয়ের্তো রিকোকে তো বড়দা অঙ্গরাজ্য মনে করে। ভারত মনে করে সে বাংলাদেশ, শ্রীলংকা, নেপালের বড়দা।’
সম্প্রতি ভারত-বাংলাদেশের সম্পর্ক নড়বড়ে। দুই দেশের মধ্যে ঘটেছে পতাকা অবমাননার ঘটনাও। বিষয়টি নিয়ে ইঙ্গিতে কবিতা লিখেছেন পশ্চিমবঙ্গের কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এরপরই সরব হন সুমন। নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

