বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ঢাকা

রাজনীতিতে যোগ দেবেন আমিন খান?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

রাজনীতিতে যোগ দেবেন আমিন খান?

অভিনয় থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর গল্পটা পুরনো। অনেকেই অভিনেতা থেকে হয়েছেন নেতা। সংসদে গেছেন জনপ্রতিনিধি হয়ে। জনপ্রিয় নায়ক আমিন খানও কি সে পথে হাঁটবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।

আমিন খান বলেন, ‘রাজনীতিতে নামার কথা কখনো স্বপ্নেও ভাবি না। আমি চলচ্চিত্রে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করতে পারি কিন্তু বাস্তবে রাজনীতিতে আসার কোনোই সম্ভাবনা নেই। কারণ, বাস্তবে রাজনীতি অনেক কঠিন জায়গা। কেই যদি রাজনীতি করতে চান তাহলে একদম তৃণমূল থেকে রাজনীতি করে একটা পর্যায়ে আসতে হবে। এলাকার ও দেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। জনপ্রতিনিধির ওপর সবার আস্থা থাকতে হবে। এর আগে না।’


বিজ্ঞাপন


সহকর্মীদের অনুরোধও জানিয়ে এই নায়ক বলেন, ‘আমাদের সহকর্মী যারা রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হল- আপনাদের যদি রাজনীতিতে নামার ইচ্ছেই থাকে তাহলে তৃণমূল থেকে রাজনীতি করে আসেন। শিখতে শিখতে ভালো পর্যায়ে আসেন। ১০-২০ বছর সময় দিয়ে নেতৃত্বে আসেন। একদিনে রাজনীতিতে আসলে দেশের মানুষ আপনাদের ঠিকভাবে নেবে না।’

জনপ্রিয় এ নায়কের কথায়,, ‘রাজনীতির মাঠ লোক দেখানো কাজের জায়গা নেই। একটি সেলফি তেলে ছেড়ে দিলাম, এটা সে জায়গা না। একজন জনপ্রতিনিধির কাছে দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। তাদের কিছু না দিতে পারলে তাদের নিক্ষেপ করে ফেলবে। তাই পুরোপুরি প্রস্তুতি নিয়েই রাজনীতির মাঠে নামা দরকার।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর