মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই সপ্তাহ ধরে গায়েব অভিনেত্রী, খোঁজ চান না স্বামী! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১২:১১ পিএম

শেয়ার করুন:

দুই সপ্তাহ ধরে গায়েব অভিনেত্রী, খোঁজ চান না স্বামী! 

প্রায় দুই সপ্তাহ ধরে কোনো খোঁজ মিলছে না ‌‘গসিপ গার্ল’খ্যাত মার্কিন অভিনেত্রী চ্যানেল ব্যাঙ্কসের। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে উধাও হন ৩৬ বছর বয়সী এ অভিনেত্রী। এদিকে তার স্বামীও ইচ্ছুক নন স্ত্রীকে ফিরে পেতে। 

সবশেষ ৩০ অক্টোবর পর্যন্ত হদিস আছে ব্যাঙ্কসের। এদিন কাজিন ড্যানিয়েল-টরি সিংকে টেক্সট করেছিলেন তিনি। এরপর থেকেই লাপাত্তা। ওদিকে বোনকে হারিয়ে দিশাহারা ড্যানিয়েল। পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। শিগগির খুঁজে পেতে একটি তহবিল সংগ্রহেরও উদ্যোগ নিয়েছেন।


বিজ্ঞাপন


MV5BNWU5MWQ1NzMtZmZlMC00MjMzLThlNDUtMzg1YmQ1MTQ1Mzk3XkEyXkFqcGc@._V1_

স্থানীয় সংবাদমাধ্যম এবিসি৭ নিউজকে ড্যানিয়েল বলেন, ‘পাঁচ দিন ধরে আমার কাজিনের খোঁজ-খবর না পাওয়াটা ছিল বিপদের আভাস।’

তিনি আরও বলেন, ‘আমার বা তার মায়ের সঙ্গে ৪৮ ঘণ্টার বেশি কথা না বলে কখনও থাকতে পারে না সে। ও আমার বড় বোনের মতো।’

ea68c555302601867b1d73d4a0aba8ca-6734a447bf4b1


বিজ্ঞাপন


তবে যার সমস্ত কাজ শিকেয় তোলার কথা তার মধ্যে কোনো হোলদোল দেখা যাচ্ছে না। তিনি ব্যাঙ্কসের স্বামী। নিখোঁজ সংবাদ শুনে অভিনেত্রীর মা জুডি সিং ও কাজিন ড্যানিয়েল কানাডা থেকে লস অ্যাঞ্জেলেসে ছুটে এলেও তার স্বামীর ভাষ্য, তিনি তাকে খুঁজে পেতে চান না! এমনকি নিখোঁজ বিজ্ঞপ্তির পোস্টারগুলোও সরিয়ে নিচ্ছেন।

বোনের স্বামী সম্পর্কে ড্যানিয়েলের ভাষ্য, ‘তার স্বামী অত্যন্ত সন্দেহজনক। তিনি এলএপিডিকে (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট) সাহায্য করতে ইচ্ছুক নন। আমাকে বা তার মাকেও সাহায্য করতে ইচ্ছুক নন।’

3bd8fb11e1a13b361fe7c2cf13e4d83b-6734a4ddf0688

বলে রাখা ভালো, লস অ্যাঞ্জেলেসের প্লেয়া ভিস্তা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এক বছর ধরে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন চ্যানেল। গায়েব হওয়ার পর তার ফোন ও ল্যাপটপও খুঁজে পাওয়া যাচ্ছে না। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর