বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ঢাকা

ক্যানসার আক্রান্ত হিনার আবেগঘন পোস্ট 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

loading/img

কথায় আছে, ক্যানসার সরে গেলেও ছেড়ে যায় না। যে শরীরে বাসা বাঁধে ভেঙে দিলে ফের ঘর তোলে। ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হচ্ছে। কেননা ফের কর্কট রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। 

এদিকে এরইমধ্যে শুরু হয়েছে চিকিৎসা। কর্কট রোগ থেকে নিরাময় পেতে কেমোথেরাপি চলছে হিনার। প্রথম কেমো নেওয়ার পরই চুল ছোট করেছিলেন হিনা। সামাজিক মাধ্যমেও জানিয়েছিলেন সে কথা। এবার দিলেন এ ক্যানসার আক্রান্ত অভিনেত্রী দিলেন এক আবেগঘন পোস্ট। 


বিজ্ঞাপন


1719560210_hina-1_(1)

হিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করেছেন। এতে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ, আমি জানি না আমার জন্য আপনার কী পরিকল্পনা। কিন্তু আমি সব সময় আপনার উপর বিশ্বাস রাখতে চাই। এমনকি, দুঃখ-কষ্ট ও যন্ত্রণার মুহূর্তেও। বহু অনিশ্চয়তার মধ্যেও আমি আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস করি। এমন কঠিন অবস্থা থেকে আমায় মুক্তি দিন।’

অভিনেত্রীর এই পোস্ট নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেরই মনে ভয়, হিনা হয়তো সাহস হারিয়ে ফেলছেন। এবং তাতে তার অসুস্থতাও বেড়ে যেতে পারে। হিনার জন্য অনেককেই প্রার্থনা করতেও দেখা গিয়েছে।

hina_20240802_144036779


বিজ্ঞাপন


এর আগে সোশ্যাল হ্যান্ডেলে ফের ক্যানসার আক্রন্তের খবর জানিয়ে হিনা লিখেছিলেন, “গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।”

এরপর সকলের উদ্দেশে হিনা লিখেছিলেন, “আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন ও ভালবাসার মানুষেরা আমার পাশে আছেন।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub