বিচ্ছেদ হলেও বন্ধুত্ব অটুট আছে বলিউড তারকা আমির খান ও কিরণ রাওয়ের। মাঝে মাঝেই একসঙ্গে দেখা যায় তাদের। সামাজিক অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাদের। তবে ডিভোর্সের প্রয়োজন পড়ল কেন? এরকম প্রশ্নের সম্মুখীন প্রায়ই হতে হয় অভিনেতাকে। এবার আমির দিলেন তার উত্তর।
হলিউড রিপোর্টার ম্যাগাজিনে কিরণ ও আমিরের একটি সাক্ষাৎকারে প্রকাশ পায়। সেখানেই আমির কথা অলেন বিচ্ছেদ প্রসঙ্গে।
বিজ্ঞাপন
অভিনেতার কথায়, ‘এই বিচ্ছেদ আমাদের সম্পর্কে কোনোরকম প্রভাব ফেলেনি। ব্যক্তিগতভাবেও নয়, কাজের দিক থেকেও নয়। বরং আমাদের দুজনকে অনেকটাই অন্যরকমভাবে জীবনটা দেখতে শিখিয়েছে। আমরা আগেও দারুণ বন্ধু ছিলাম, এখনও দারুণ বন্ধু রয়েছি।’
এরপর বলেন, ‘হ্যাঁ, স্বামী,স্ত্রী হিসেবে হয়তো আলাদা হয়েছি। তবে আমাদের আন্তরিক যোগাযোগ একইরকম রয়েছে। যা কিনা আমরা দুজনেই খুব এনজয় করি। আর এই ধরনের সম্পর্কই আমাদের সবকিছুর ভিত।’
এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায় না কিরণকে। আমিরের পাশাপাশি তিনি মত প্রকাশ করেন ওই সাক্ষাৎকারে। তার মতে, ‘আমি মনে করি, যত সময় এগিয়ে যায়, সম্পর্কগুলো বদলে যেতে থাকে। কারণ, আমরা মানুষ হিসেবে অল্প অল্প করে বদলাতে থাকি। সেই বদলে যাওয়ার প্রভাবও পড়ে আমাদের সম্পর্কের ওপর।’